অনলাইনঅপরাধতালাসদরসাতক্ষীরা জেলাস্বাস্থ্য

সাতক্ষীরায় ভ্যানচালক চক্রের দৌরাত্ম্যের ফাঁদে রোগী: ক্লিনিকের বিরুদ্ধে টেস্ট বাণিজ্যের অভিযোগ

স্টাফ রিপোর্টার: সাতক্ষীরা জেলায় রোগী নিয়ে দালালি এখন ভয়াবহ সমস্যায় পরিণত হয়েছে। বিশেষ করে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতাল ও সদর হাসপাতাল সংলগ্ন খুলনা রোড মোড় এলাকায় গ্রাম থেকে আসা অসহায় রোগীরা ভ্যানচালক দালালের ফাঁদে পড়ছেন প্রতিনিয়ত। তারা রোগীদের ভুল বুঝিয়ে বিভ্রান্ত করে নির্দিষ্ট বেসরকারি ক্লিনিকে নিয়ে যান এবং সেখানে অপ্রয়োজনীয় পরীক্ষা (টেস্ট) করানোর চেষ্টা করে। এসব টেস্ট বাণিজ্যের একটি অংশ দালাল হিসেবে কাজ করা ভ্যানচালকদের দেওয়া হয় বলে জানা গেছে।

ভুক্তভোগীদের অভিযোগ অনুযায়ী, বুধবার সকালে সাতক্ষীরা তালা উপজেলার পাটকেলঘাটা এলাকা থেকে শিরা’র চিকিৎসার জন্য সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালের উদ্দেশ্যে আসেন মর্জিনা বেগম। তার সঙ্গে আরও একজন নারী ছিলেন। কিন্তু খুলনা রোড মোড়ে নামামাত্রই এক ভ্যানচালক দালালের খপ্পরে পড়েন।

মর্জিনা বেগম বলেন, গাড়ী থেকে নামার সাথে সাথে একজন ভ্যানচালক মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার কথা বলে কিছুদূর গিয়ে বলে মেডিকেলে ভালো ডাক্তার নেই। সংগ্রাম হাসপাতালে ঢাকা থেকে বড় ডাক্তার এসেছে। আমরা তাঁর কথায় বিশ্বাস করলাম। কিন্তু ডাক্তার দেখানোর পরে বিভিন্ন পরীক্ষা করানোর জন্য চাপ দেওয়া হয়। আমরা টেস্ট করানো এড়িয়ে সেখানে থেকে চলে আসি।

স্থানীয়রা জানিয়েছেন, খুলনা রোড মোড় এলাকায় দালালচক্র দীর্ঘদিন ধরে সক্রিয়। প্রতিদিন শত শত রোগী এই ফাঁদে পড়ে থাকলেও কার্যকর কোনো অভিযান বা নজরদারি দেখা যায় না।

এ বিষয়ে সাতক্ষীরার সিভিল সার্জন ডাঃ মোঃ আব্দুস সালাম বলেন, হাসপাতালের ভেতরে কোনো দালাল নেই। হাসপাতালের বাইরে কেউ যদি এ ধরনের কাজ করে, লিখিত অভিযোগ পেলে সংশ্লিষ্ট ক্লিনিকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

সাতক্ষীরার অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট রিপন বিশ্বাস বলেন, ঠিক কিভাবে বুঝবো কে দালাল এটা চিহ্নিত করা কঠিন। তারপরও আপনি বিষয়টি জানিয়েছেন, আমাদের ম্যাজিস্ট্রেট যখন সেখানে যাবে দালালবিরোধী অভিযান পরিচালনার নির্দেশ দেওয়া হবে।

সচেতন মহল দাবি করছেন, অবিলম্বে ভ্রাম্যমাণ আদালত, যৌথ অভিযান ও নিয়মিত নজরদারি না করলে রোগী নিয়ে দালালি বন্ধ হবে না।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *