কালিগঞ্জ

কালিগঞ্জে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ উদযাপন

তাপস কুমার ঘোষ, কালিগঞ্জ: নারী নির্যাতন বন্ধ করি, সমতার সমাজ গড়ি,এই স্লোগানকে সামনে রেখে সাতক্ষীরার কালিগঞ্জে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ–২০২৫ উদযাপন করা হয়েছে। রবিবার (২১ ডিসেম্বর) সকাল ১১টায় কালিগঞ্জ উপজেলা অফিসার্স ক্লাব মিলনায়তনে কানাডিয়ান সংস্থার অর্থায়নে ও বেসরকারি উন্নয়ন সংস্থা ‘অগ্রগতি’র উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কালিগঞ্জ প্রেসক্লাবের সভাপতি শেখ সাইফুল বারী সফু। কালিগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সুকুমার দাস বাচ্চু অনুষ্ঠানটি সঞ্চালনা করেন।

প্রধান অতিথির বক্তব্যে উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা অর্ণা চক্রবর্তী বলেন, নারীর প্রতি সহিংসতা প্রতিরোধে কেবল আইন প্রয়োগই যথেষ্ট নয়, এর পাশাপাশি সামাজিক সচেতনতা বৃদ্ধি ও ইতিবাচক দৃষ্টিভঙ্গি গড়ে তোলা জরুরি। নারীর ক্ষমতায়ন ও সমাজের সর্বস্তরে তাদের অংশগ্রহণ নিশ্চিত করা গেলে নির্যাতন অনেকাংশে কমে আসবে।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন অগ্রগতি সংস্থার প্রোগ্রাম ডিরেক্টর মাহাবুবুর রহমান, বড়শিমলা কারবালা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক গাজী মিজানুর রহমান, কালিগঞ্জ প্রেসক্লাবের সহ-সভাপতি শেখ আনোয়ার হোসেন, কালিগঞ্জ রিপোর্টার্স ক্লাবের সাধারণ সম্পাদক আবু হাসান এবং জাতীয় সাংবাদিক সংস্থার সাংগঠনিক সম্পাদক আতিকুর রহমান। বক্তারা নারী ও কন্যাশিশুর মর্যাদা ও নিরাপত্তা নিশ্চিত করতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।
অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন ইউনিয়নের বিভিন্ন সামাজিক ও উন্নয়নমূলক সংস্থার প্রতিনিধি, নারী সদস্য এবং কালিগঞ্জ প্রেসক্লাবের সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন। সভায় নারী অধিকার ও নিরাপত্তা বিষয়ে মুক্ত আলোচনা অনুষ্ঠিত হয়।

এছাড়া নারী ও কন্যাশিশুর প্রতি সহিংসতা প্রতিরোধ এবং নিরাপদ সমাজ গঠনে গুরুত্বপূর্ণ অবদানের স্বীকৃতিস্বরূপ ১২ জন নারীকে সম্মাননা সনদ প্রদান করা হয় অনুষ্ঠান শেষে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *