শ্যামনগরে জমি বিরোধে মারপিটে আহত-২,
শ্যামনগর প্রতিনিধি: সাতক্ষীরার শ্যামনগরের জমি জমা সংক্রান্ত বিরোধের জেরে ২ জন কে মারপিট করার অভিযোগের প্রতিকার পেতে শ্যামনগর থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। লিখিত অভিযোগ দায়ের করেন- গাবুরার ৯ নং সোরা গ্রামের মরহুম দাউদ আলী গাজীর পুত্র গাজী দ্বীন মোহাম্মদ (৫৫)।
অভিযোগ ও এলাকা সূত্রে প্রকাশ, বিজ্ঞ আদালতে ০৪/২৫ নং মামলা চলমান বিচারাধীন থাকায় তার তদন্তের জের হিসেবে গত ১৩ ডিসেম্বর সকাল সাড়ে ৯ টার দিকে অন্যায় ভাবে বে-আইনী জনতায় দলবদ্ধ হইয়া ১৫/২০ জন অজ্ঞাত গুন্ডা বাহিনী লোকজন নিয়ে হামলা করার অভিযোগ উঠে গাবুরার ডুমুরিয়া গ্রামের মরহুম গহর আলী গাজীর পুত্র মোঃ আবিয়ার রহমান (৫২), মোঃ আবু জার (৩৫), মরহুম হোসেন মোড়লের পুত্র মোঃ আঃ মাজেদ (৫৬) ও ৯ নং সোরা গ্রামের মোঃ নওশের আলীর পুত্র মোঃ ইকবাল হোসেন (৩৮) এদের বিরুদ্ধে। যার মৌজা-ডুমুরিয়া, জে,এল, নং-১২৪ খতিয়ান নং- এসএ ১২৭,দাগ নং- ৪৪৯,৪৫২, ৪৫২/৫৬৮ সহ বিভিন্ন দাগে জমির পরিমান- ২৯.০৫ একর জমি নিয়ে বিরোধ চরমে।
গাজী দ্বীন মোহাম্মদ আরো জানান, জমি বিরোধ কে কেন্দ্র করে তাকে হত্যা করার উদ্দেশ্যে তারা বাঁশের লাঠি ও লোহার রড দ্বারা শরীরের বিভিন্ন স্থানে এলোপাতাড়ী ভাবে মারপিট করে জখম করতঃ এক পর্যায়ে চড়, কিল, ঘুষি মেরে মারাত্মক আঘাত করায় নীলা ফুলা জখম করে। তার চাচা আঃ আজিজ সরদার কে গলা ধাক্কা ও লাথি মেরে মাটিতে ফেলে দেয়। তারা তাকে ও পরিবার পরিজনদের কে অশ্লীল ভাষায় গালিগালাজ করলে তাকে প্রতিবাদ করায় তাকে ও তার চাচা কে লোহার রড দ্বারা শরীরের বিভিন্ন স্থানে আঘাত করতঃ মারাত্মক রক্তপাত জখম করার অভিযোগ উঠেছে। তাকে পরিকল্পিত ভাবে জীবনে মেরে ফেলার অপচেষ্টা করার অভিযোগও উঠেছে। গাজী দ্বীন মোহাম্মদ ও তার পরিবারদের কে গ্রাম ও বাড়ি ছাড়া সহ জমি জবর দখল করর হুমকী এবং পৈত্রিক বাড়ী থেকে চলে যাওয়ার ভয়-ভীতি হুমকি দেয়। তারা জাল জালিয়াতি দলিল কাগজ পত্র মোতাবেক নিছক গায়ের পেশি শক্তির দাপটে জমি জবর দখল করে নেওয়া, মিথ্যা মামলা দেওয়ার অপচেষ্টা করার অভিযোগ উঠেছে।
ইউপি সদস্য আবিয়ার রহমান ও তার ভাই আবুজর রহমানের বিরুদ্ধে একাধিক মামলা, সরকারি সম্পত্তি আত্মসাৎ করার তদন্তে সত্যতা প্রমাণিত হয়েছিল। তালার ইসলামকাটী সাব-রেজিষ্ট্রী অফিস থেকে ৬ জুলাই ১৯৬৮ সালে ৫৯৫২ নং দলিলে দাতা হেমনাথ ও গ্রহীতা ধনাই নামীয় কোন সত্যতা না মিললেও জমি বিরোধ দেখিয়ে দীর্ঘদিনের ভোগদখলীয় জমি জবর দখল করার অপচেষ্টায় তারা বিরোধ সৃষ্টি করে আসায় নিরাপত্তাহীনতায় ভুগছেন গাজী দ্বীন মোহাম্মদ ও তার পরিবার। আবিয়ার রহমান ও তার ভাই আবুজর রহমানের সাথে যোগাযোগ করে না পাওয়ায় তাদের ভাষ্য জানা সম্ভব হয়নি।
এ ব্যাপারে জমি অবৈধ দখল করতে যাতে না পারে এবং জীবনের নিরাপত্তা বজায় রাখতে তার জন্য যথাযথ প্রশাসনের হস্তক্ষেপ কামনা করা হয়েছে।

