বিজিবির অভিযানে সাড়ে ৩ লাখ টাকার চোরাচালানী মালামাল জব্দ
স্টাফ রিপোর্টার: সাতক্ষীরা ও কলারোয়া সীমান্তে চোরাচালান বিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে তিন লক্ষাধিক টাকার মাদক ও চোরাচালানী মালামাল জব্দ করেছে বিজিবি।
শনিবার (২০ ডিসেম্বর) সাতক্ষীরা ব্যাটালিয়ন (৩৩ বিজিবি) এর অধীনস্থ কাকডাঙ্গা, বাঁকাল চেঁকপোষ্ট এবং ঝাউডাঙ্গা বিশেষ ক্যাম্পের এর দায়িত্বপূর্ণ এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে ০১ বোতল মদ এবং ৫৫ পিস ভারতীয় ইয়াবাসহ প্রায় চার লক্ষ টাকার চোরাচালানী মালামাল আটক করা হয়।
গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বাঁকাল চেঁকপোষ্ট এর বিশেষ আভিযানিক দল মাহিন্দ্রা তল্লাশি করে ১ হাজার ৫০০ টাকা মূল্যের ভারতীয় মদ, কাকডাঙ্গা বিওপির বিশেষ আভিযানিক দল কলারোয়ার ভাঙ্গা পোষ্ট নামক স্থান হতে ৩ লাখ ৫০ হাজার টাকা মূল্যের ভারতীয় ঔষধ ও ঝাউডাঙ্গা বিশেষ ক্যাম্পের বিশেষ আভিযানিক দল ১৭ হাজার ৫৬০ টাকা মূল্যের ভারতীয় ইয়াবা এবং নগদ ১ হাজার টাকা আটক করে।
বিজিবি জানায় তারা সর্বমোট ৩ লাখ ৬৯ হাজার ৬০ টাকা মূল্যের মাদক ও চোরাচালানী মালামাল আটক করে। এসব মালামাল কাস্টমসে জমা দেয়ার প্রক্রিয়া চলছে।

