শিক্ষাঙ্গনসদর

সাতক্ষীরায় স্টাফ’র উদ্যোগে বৃত্তি পরীক্ষা-২০২৫ অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার: ব্যাপক উৎসাহ-উদ্দীপনা, নিরাপত্তা ও সুশৃঙ্খল পরিবেশের মধ্য দিয়ে সাতক্ষীরায় স্টিউডেন্টস ট্যালেন্ট এ্যাসিস্ট্যান্স ফোরাম (স্টাফ) এর উদ্যোগে বৃত্তি পরীক্ষা-২০২৫ অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (১৯ ডিসেম্বর) সকাল ১০টায় সাতক্ষীরা শহরের প্রাণনাথ মাধ্যমিক বিদ্যালয় ও কলেজ কেন্দ্রে আয়োজিত এ বৃত্তি পরীক্ষা পরিদর্শন করেন এবং পরীক্ষার্থীদের খোঁজখবর নেন স্টিউডেন্টস ট্যালেন্ট এ্যাসিস্ট্যান্স ফোরাম (স্টাফ) এর সভাপতি ও বিশিষ্ট সমাজসেবক আলহাজ্ব ডা. আবুল কালাম বাবলা।

এ সময় উপস্থিত ছিলেন সাতক্ষীরা প্রাণনাথ মাধ্যমিক বিদ্যালয় ও কলেজের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. ওবায়দুল্লাহ, স্টাফ সাতক্ষীরা শাখার সহ-সভাপতি মুফতি আখতারুজ্জামান, সাতক্ষীরা কেন্দ্রীয় পাবলিক লাইব্রেরির সাধারণ সম্পাদক মো. কামরুজ্জামান রাসেল, স্টাফের সাধারণ সম্পাদক ও লাবসা ইমাদুল হক মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মো. শফিকুল ইসলাম, সংগঠনের সদস্য ব্যাংকার শাহিনুর রহমান, জাফর ইকবাল, জিএম সালাহ উদ্দীন, মো. সাইফুর রহমানসহ অন্যান্য নেতৃবৃন্দ।

জানা গেছে, এবছর স্টাফের উদ্যোগে কেজি ওয়ান থেকে অষ্টম শ্রেণি পর্যন্ত সাতক্ষীরা সদর ও দেবহাটা উপজেলায় প্রায় ৭০০ জন শিক্ষার্থী এবং শ্যামনগর উপজেলায় প্রায় ১ হাজার শিক্ষার্থী এ বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণ করছে।

উল্লেখ্য, শিক্ষার মানোন্নয়ন এবং শিক্ষার্থীদের লেখাপড়ায় আগ্রহী করে তুলতে ২০০২ সাল থেকে নিয়মিতভাবে স্টিউডেন্টস ট্যালেন্ট এ্যাসিস্ট্যান্স ফোরাম (স্টাফ) সাতক্ষীরার আয়োজনে এ বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়ে আসছে।

এ সময় স্টাফ সাতক্ষীরার বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও সদস্যরা উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *