কালিগঞ্জ সদর প্রাইমারী স্কুলে বার্ষিক পরীক্ষার ফল প্রকাশ
মাসুদ পারভেজ, কালিগঞ্জ: সু-শিক্ষাই জাতির মেরুদণ্ড-আজকের শিশুরাই আগামী দিনের ভবিষ্যৎ। অতি উৎসবমুখর পরিবেশে সাতক্ষীরার কালিগঞ্জ (০১নং) সদর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) সকাল সাড়ে ১০টায় বিদ্যালয় প্রাঙ্গণে ২০২৫ শিক্ষাবর্ষের চূড়ান্ত মূল্যায়ন (বার্ষিক) পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়েছে।
কালিগঞ্জ উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার মুহাঃ ওবায়দুল্যাহিল আসলামের সভাপতিত্বে এবং সহকারী সিনিয়র শিক্ষক মহিউদ্দিন বিশ্বাসের সার্বিক সঞ্চালনায় অনুষ্ঠিত বার্ষিক পরীক্ষার ফলাফল প্রকাশ অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আল আমিন।অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত থেকে শিক্ষার্থী ও অভিভাবকদের উদ্দেশ্যে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন কালিগঞ্জ সরকারি পাইলট মডেল মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবুল হাসান, কালিগঞ্জ পাইলট বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক আবুল বাসার এবং বিদ্যালয়ের সাবেক সভাপতি হোসেন মোহাম্মদ গোলাম। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সাংবাদিক হাফিজুর রহমান, সাংবাদিক ফজলুল হক, অভিভাবক সদস্য আকলিমা খাতুন, মিজানুর রহমান, হাসিনা আক্তারসহ বিদ্যালয়ের শিক্ষকবৃন্দ, অভিভাবক ও গণ্যমান্য অতিথিবৃন্দ।
এবারের চূড়ান্ত মূল্যায়ন (বার্ষিক) পরীক্ষায় প্রথম শ্রেণি থেকে দ্বিতীয় শ্রেণিতে প্রথম স্থান অধিকার করে অঙ্কিতা, দ্বিতীয় তাকিয়া সুলতানা এবং তৃতীয় ইরফান। এ শ্রেণিতে মোট ৫৪ জন শিক্ষার্থী উত্তীর্ণ হয়। দ্বিতীয় শ্রেণি থেকে তৃতীয় শ্রেণিতে প্রথম স্থান অধিকার করে মালিহা, দ্বিতীয় মোঃ আবিদ এবং তৃতীয় আলিকা। এ শ্রেণিতে মোট ৭০ জন শিক্ষার্থী উত্তীর্ণ হয়।
তৃতীয় শ্রেণি থেকে চতুর্থ শ্রেণিতে প্রথম স্থান অধিকার করে আশিকুর রহমান, দ্বিতীয় রুদ্রনীল এবং তৃতীয় বায়েজিদ। এ শ্রেণিতে মোট ৫৯ জন শিক্ষার্থী উত্তীর্ণ হয়। চতুর্থ শ্রেণি থেকে পঞ্চম শ্রেণিতে প্রথম স্থান অধিকার করে অনিশায়ন দ্বিতীয় জান্নাতুল নাঈম এবং তৃতীয় মরিয়ম। এ শ্রেণিতে মোট ৯২ জন শিক্ষার্থী উত্তীর্ণ হয়।
পঞ্চম শ্রেণিতে প্রথম স্থান অধিকার করে মুনিয়া সাবাহ, দ্বিতীয় রিদান হোসেন এবং তৃতীয় রিজওয়ানা। এ শ্রেণিতে মোট ৭৮ জন শিক্ষার্থী উত্তীর্ণ হয়। প্রথম শ্রেণি থেকে পঞ্চম শ্রেণি পর্যন্ত সর্বমোট ৩৫৩ জন শিক্ষার্থী সফলভাবে উত্তীর্ণ হয়েছে। বিদ্যালয় প্রশাসন ও শিক্ষকবৃন্দ শিক্ষার্থীদের উৎসাহিত করতে অভিভাবকদের নিয়মিত উপস্থিতি ও সহযোগিতা কাম্য।

