সাতক্ষীরার বি, ডি,এফ প্রেসক্লাবে ঈদে মিলাদুন্নবী ( সা:) পালিত
মেহেদী হাসান শিমুল: সাতক্ষীরা সদর উপজেলার বিডিএফ
(ব্রহ্মরাজপুর, ধুলিহর, ফিংড়ী ) প্রেসক্লাবে ঈদে মিলাদুন্নবী (সা.) পালিত হয়েছে।
শুক্রবার (২০ সেপ্টেম্বর) মাগরিবের নামাজের পর প্রেসক্লাবের কার্যালয়ে রাসূলের জীবনী নিয়ে আলোচনা সভা ও বি ডি এফ প্রেসক্লাবের প্রয়াত সদস্যদের রুহের মাগফিরাত কামনা করে দোয়া ও আলোচনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।
বি ডি এফ প্রেসক্লাবের সভাপতি আল. শাহাদাৎ হোসেন বাবুর সভাপতিত্বে ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা অন্যান্যের মধ্যে আরও উপস্থিত ছিলেন দহাকুলা জামে মসজিদের ইমাম হাফেজ মো: আবু মহসিন, ইমারত নির্মান শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মোঃ আব্দুল হামিদ বাবু, প্রেসক্লাবের সহ সভাপতি জি এম আমিনুল হক, সাবেক সভাপতি মোঃ আব্দুল হাকিম, সাবেক সাধারণ সম্পাদক মোঃ আরশাদ আলী, যুগ্ম সম্পাদক মোঃ আব্দুল মাজেদ,সাংগঠনিক সম্পাদক মোঃ শামীম রেজা,ক্রীড়া সম্পাদক মোঃ মুকুল হোসেন,অর্থ সম্পাদক এস এম শরীফুল আলম রানা, প্রচার সম্পাদক এম এম জয়নাল, দপ্তর সম্পাদক মেহেদী হাসান শিমুল,সাংবাদিক মো: রবিউল ইসলামসহ প্রেসক্লাবের সকল সদস্য ও কর্মকর্তাবৃন্দ।অনুষ্ঠানে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন ব্রহ্মরাজপুর বাজার মসজিদে পেশ ইমাম মুফতি মাওলানা মো: মোজাম্মেল হক।