কলারোয়া বিএনপি ও পৌর বিএনপির উদ্যোগে নদীতে কচুরিপানা পরিস্কার ও পারাপারের সহযোগিতা
মেহেদী সোহাগ, কলারোয়া: কলারোয়ায় বিএনপি ও পৌর বিএনপির উদ্যোগে নেতা কর্মীরা বেত্রাবতী নদীর উপরে ভেঙ্গে যাওয়া বেলি ব্রিজ টি যাতে পানি ও কচুরিপানার চাপে উল্টে না যায় এবং জলাবদ্ধতা নিরসন হয় তার লক্ষ্যে নদী থেকে কচুরিপানা পরিষ্কার ও মানুষের নদী পারাপারের সহযোগিতা করে।
এসময় উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির মুখপাত্র সাবেক অধ্যক্ষ রইচ উদ্দীন, উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আব্দুর রকিব মোল্লাহ, সাতক্ষীরা জেলা কমিটির সদস্য ও কলারোয়া পৌর বিএনপির সাধারণ সম্পাদক শেখ শরিফুজ্জামান তুহিন, বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি শওকত হোসেন, সাধারণ সম্পাদক মীর রফিক, সাবেক চেয়ারম্যান আসাদুজ্জামান আসাদ,বিএনপি নেতা, রুপচান, পলাশ মজুমদার। উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক আলমগীর কবির আলম, যুবদল নেতা চঞ্চল, উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক রাব্বি হোসেন, স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক দিলু, বারিক, কিরণ, আলী, হাবিব সহ আরো অনেকেই।
এসময় যুবদলের যুগ্ম আহ্বায়ক আলমগীর কবির আলম বলেন – আমাদের এই নদীর উপর ব্রিজ টি দ্রুত সংস্কার চাই। সাধারণ মানুষের অনেক ভোগান্তি পোহাতে হচ্ছে এই বেলি ব্রিজ টা ভেঙ্গে যাওয়ায়। কয়েটি উপজেলা ও কলারোয়ার ৫ টি ইউনিয়নে মানুষের মূল শহরের সাথে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। এখন বিকল্প রাস্তা হিসেবে মুরারীকাটি ব্রিজ অথবা হেলাতলা ব্রিজ দিয়ে শহরে আসতে হচ্ছে। এতে মানুষের অনেক ভোগান্তি বেড়ে গেছে। অনেকেই ঝুঁকি নিয়ে পায়ে হেঁটে পার হচ্ছে এই ভাঙ্গা ব্রিজ দিয়ে। পারাপারের সময় যাতে করে তাদের কোন ধরনের সমস্যা না হয় সে-ই জন্য কাজ করে যাচ্ছি। পাশাপাশি এই নদীর কচুড়িপানা ও পানির চাপে ভাঙ্গা ব্রিজটি যাতে উল্টে না যায় সে জন্য কচুরিপানা পরিষ্কার করছি। আমাদের এই কার্যক্রম অব্যাহত থাকবে।