আজাদী সংঘের সদস্য নবায়ন শুরু, চলবে ২৫ ডিসেম্বর পর্যন্ত
প্রেস বিজ্ঞপ্তি: সাতক্ষীরার ঐতিহ্যবাহী আজাদী সংঘের সদস্য নবায়ন কার্যক্রম শুরু হয়েছে। বৃহস্পতিবার ১১/১২/২৫ সন্ধ্যায় শহরের সুলতানপুর হাজী মহাসীন সড়কে সংঘ ভবনে কার্যনির্বাহী কমিটির সভার সিদ্ধান্ত মোতাবেক সদস্য নবায়নের ফরম বিতরণ শুরু হয়।
সভায় সভাপতিত্ব করেন সভাপতি রাশেদুজ্জামান রাশি। সাধারণ সম্পাদক আকবর আলি পরিচালনায় উপস্থিত ছিলেন সহ সভাপতি কাজী তাজ উদ্দিন, সাংগঠনিক সম্পাদক মাহবুবুর রহমান, যুগ্ম সম্পাদক শরিফুল ইসলাম রুবেল, অর্থ সম্পাদক আব্দুল্লাহ আল মামুন, ক্রিয়া সম্পাদক শেখ জাহিদ হাসান, সাংস্কৃতি বিষয়ক সম্পাদক শাহ আলম সাহেব আলী, নির্বাহী সদস্য রফিকুল ইসলাম প্রমুখ।
সভায় আগামী ২৫ ডিসেম্বর পর্যন্ত সংঘের পূর্বের সদস্যদের নির্ধারিত নিয়ম মেনে সদস্য নবায়ন ফরম বিতরণ ও জমা দেয়ার শেষ সময় নির্ধারণ করা হয়। প্রতিদিন সন্ধ্যায় সংঘ ভবনে নবায়নের কার্যক্রম পরিচালিত হবে।
এ সময় সংঘের সাংগঠনিক সম্পাদক মাহবুবুর রহমানের বিদেশে যাওয়ার উপলক্ষে দোয়া ও সংবর্ধনা প্রদান করা হয়।

