অনলাইনরাজনীতিশ্যামনগরসাতক্ষীরা জেলা

শ্যামনগর প্রেসক্লাবে উপজেলা যুবদলের সংবাদ সম্মেলন অনুষ্ঠিত

শ্যামনগর প্রতিনিধি: শ্যামনগরে জাতীয়তাবাদী যুবদলের সাংগঠনিক কাজে প্রতিবন্ধকতায় করার ষড়যন্ত্রকারীদের বিরুদ্ধে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (২০ সেপ্টেম্বর) শ্যামনগর উপজেলা প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে উপজেলা যুবদলের আহবায়ক শফিকুল ইসলাম দুলু বলেন, দীর্ঘ ১৭ বছর যাবৎ আমরা যার যার অবস্থান থেকে গণতন্ত্র পুনরুদ্ধার আন্দোলনে সর্বোচ্চ ভূমিকা পালন করে আসছি। আওয়ামী শাসন আমলে আমরা একাধিকবার মিথ্যা মামলা ও শারীরিক ভাবে নির্যাতনের শিকার হয়েছি। কয়েকবার গায়েবী মিথ্যা মামলায় কারাবরণ করেছি। গত ১৭ বছরের ধারাবাহিক আন্দোলন ও গত ৫ই আগষ্ট সর্বশেষ ছাত্র/ জনতার গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে শেখ হাসিনা সরকারের পতনের পর সারা দেশের ন্যায় শ্যামনগর উপজেলাতেও দখল, লুটপাট, অগ্নিসংযোগ ও সংখ্যালঘুদের ঘর বাড়ী দখল সহ কিছু অপ্রত্যাশিত ঘটনা ঘটে।

তিনি বলেন, শেখ হাসিনা পালায়নের পরে উদ্ভূত পরিস্থিতিতে বিএনপি দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তৎক্ষনাৎ দলের প্রত্যেকটি নেতাকর্মীদের নির্দেশনা দেন। যারা উদ্দেশ্যে প্রনোদিত ভাবে উদ্ভূত ঘটনার সাথে জড়িত তাদেরকে নিভৃত করতে এবং নির্যাতিত ও সাধারণ মানুষ সহ সংখ্যালঘুদের পাশে দাঁড়াতে। দলের একজন সক্রিয় কর্মী হিসাবে আমাদের নেতার নির্দেশকে মাথায় নিয়ে যুবদলের সকল ইউনিটের নেতাকর্মীদের সাথে নিয়ে শ্যামনগর উপজেলা বিএনপির সমন্বয়ে এলাকার শান্তিশৃঙ্খলা বজায় এবং সাধারণ মানুষের নিরাপত্তা ও সংখ্যালঘু মানুষের উপর ঘটে যাওয়া ঘটনাবলি সমাধানে আমরা নিরবিচ্ছিন্ন ভাবে কাজ করি। তখনই ৫ই আগষ্টের পরবর্তী সময়ে সুযোগ, সন্ধানি, অনুপ্রবেশকারী, অর্থনৈতিক ভাবে শক্তিশালী একটি চক্র আমাদের ব্যক্তিগত ও রাজনৈতিক ভাবে হেয় প্রতিপন্ন করার হীন উদ্দেশ্যে সঙ্গবদ্ধ ভাবে মাঠে নেমেছে। তারা এখানেই ক্ষ্যান্ত হয় নি, তারা রাজনৈতিক ভাবে জাতীয়তাবাদী যুবদলকে প্রশ্নবিদ্ধ করতে উপজেলা যুবদলের সদস্য সচিব আনোয়ারুল ইসলাম আঙ্গুর ও সিনিয়র যুগ্ম আহ্বায়ক শেখ নাজমুল হকে জড়িয়ে “দৈনিক মানব জমিন” পত্রিকায় একটি মিথ্যা, বানোয়াট, ভিত্তিহীন ও উদ্দেশ্যে প্রনোদিত সংবাদ পরিবেশন করেছে। যা সঠিক নয়। আমরা এই মিথ্যা সংবাদের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। একটি সংবাদ পরিবেশনে একাধিকবার যুবদলের আহবায়ক শফিকুল ইসলাম দুলুর নামও উঠে এসেছে যা সম্পূর্ণ উদ্দেশ্যে মূলক।

তিনি আরো বলেন, কিছু স্বার্থনেষী ব্যক্তিরা তাদের ব্যক্তিস্বার্থ হাসিল করার উদ্দেশ্যে সামাজিক, রাজনৈতিক ভাবে হেয় প্রতিপন্ন করার অপচেষ্টায় লিপ্ত আছে।

পরে এক প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। এ সময় অন্যান্যদের মধ্যে উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক শেখ নাজমুল হক, যুগ্ম-আহবায়ক মশিউর রাহমান সুইট, শামজুদ্দোহা টুটুল, শফিকুল ইসলাম, রফিকুল ইসলাম, আব্দুল গফফার মিঠু, মোতালেব হোসেন ও উপজেলা যুবদলের সদস্য সচিব আনোয়ারুল ইসলাম আঙ্গুর সহ সকল ইউনিয়নের যুবদলের আহবায়ক, যুগ্ম আহবায়ক বৃন্দ ও সদস্য সচিব প্রমূখ উপস্থিত ছিলেন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *