কালিগঞ্জে বীর মুক্তিযোদ্ধা আতিয়ার রহমান রাষ্ট্রীয় মর্যাদায় সমাহিত
এস,এম গোলাম ফারুক, কালিগঞ্জ ব্যুরো: কালিগঞ্জে বীর মুক্তিযোদ্ধা আতিয়ার রহমান (৮০) ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি উপজেলার কুশুলিয়া ইউনিয়নের ভদ্রখালি গ্রামের মরহুম শ্যামালী করিগরের ছেলে। মৃত্যুকালে তিনি দুই ছেলে ও দুই মেয়ে ও স্ত্রীসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
পারিবারিক সূত্রে জানা যায়, বীর মুক্তিযোদ্ধা আতিয়ার রহমান বার্ধক্যজনিত কারনে বুধবার ভোর পাঁচটার দিকে দিকে নিজস্ব বাসভবনে ইন্তেকাল করেন।
বুধবাবার (১০ ) ডিসেম্বর জোহরবাদ ভদ্রখালী ঈদগাহ ময়দানে কালিগঞ্জ উপজেলা সমাজসেবা কর্ওমকর্তা শাকিল আহমেদ ও কালিগঞ্জ থানার ইন্সপেক্টর(তদন্ত) আসলাম খান এর নেতৃত্বে রাষ্ট্রীয় মর্যাদায় গার্ড অব অনার প্রদান ও মাওলানা রবিউল ইসলামের ইমামতিতে জানাজা শেষে ভদ্রখালী গ্রামের পারিবারিক গোরস্থানে তাঁকে সমাহিত করা হয়েছে।
এ সময় কালিগঞ্জ মুক্তিযোদ্ধা সংসদের আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব শেখ আব্দুর রউফ,মথুরেশপুর ইউপি চেয়ারম্যান ও কালিগঞ্জ মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব এস,এম শাহাদাত হোসেন,বীর মুক্তিযোদ্ধা খান আহসানউল্লাহ সহ বীর মুক্তিযোদ্ধা, শিক্ষক,সাংবাদিক ও বিভিন্ন শ্রেণি পেশার মুসল্লী উপস্থিত ছিলেন।

