সাতক্ষীরায় ৩০ অনুসারী নিয়ে জামায়াতে যোগ দিলেন সাবেক এমপি সালাউদ্দিন
স্টাফ রিপোর্টার: সাতক্ষীরায় ৩০ জন অনুসারীকে নিয়ে জামায়াতে যোগ দিয়েছেন জাপা দলীয় সাবেক সংসদ সদস্য অ্যাডভোকেট স. ম. সালাউদ্দিন। মঙ্গলবার (৯ ডিসেম্বর) রাতে সাতক্ষীরা শহরের মুন্সিপাড়াস্থ জেলা জামায়াতের কার্যালয়ে উপস্থিত হয়ে প্রাথমিক সদস্য ফরম পূরণ করে দলটিতে যোগ দেন তারা।
এসময় স. ম. সালাউদ্দিন বলেন, আমি আজ জামায়াতে যোগদান করেছি। দলটি কোরআন ও সুন্নাহর আলোকে পরিচালিত হয়। জামায়াত ক্ষমতায় এলে দেশ দুর্নীতি ও চাঁদাবাজমুক্ত হবে। ঘুষ বা অন্য কোনো অনিয়ম থাকবে না।
তবে, এসময় তিনি জাতীয় পার্টির কথা উল্লেখ না করে নিজেকে স্বতন্ত্র সাবেক এমপি হিসেবে পরিচয় দেন।
জামায়াতের কেন্দ্রীয় সাংগঠনিক সেক্রেটারি ও সাতক্ষীরা-২ আসনের প্রার্থী মুহাদ্দিস আব্দুল খালেক বলেন, স. ম. সালাউদ্দিন একজন যোগ্য ও সাহসী নেতা। তিনি আশাশুনি উপজেলা পরিষদের চেয়ারম্যান ছিলেন এবং দুই বারের নির্বাচিত সাবেক সংসদ সদস্য। তার নেতৃত্ব আমাদের জন্য উদাহরণ।
এ সময় আরো উপস্থিত ছিলেন সাতক্ষীরা সিটি কলেজের সাবেক অধ্যক্ষ ইমদাদুল হক, জেলা জামায়াতের আমীর উপধ্যক্ষ শহিদুল ইসলাম মুকুল, সহকারী সেক্রেটারি মো. ওবায়দুল্লাহ, শহর জামায়াতের আমীর জাহিদুল ইসলাম এবং সেক্রেটারি খোরশেদ আলম।
এ বিষয়ে সাতক্ষীরা জেলা জাতীয় পার্টির সভাপতি শেখ আজাহার হোসেন সাংবাদিকদের জানান, স. ম. সালাউদ্দিন একসময় জেলা জাতীয় পার্টির সভাপতি ছিলেন। তিনি দল থেকে পদত্যাগ করেননি, আবার বর্তমানে দলের সঙ্গেও নেই।

