সাতক্ষীরায় বিজিবির অভিযানে প্রায় সাড়ে ৪লক্ষ টাকার চোরাচালানী মালামাল জব্দ
স্টাফ রিপোর্টার: সাতক্ষীরা ও কলারোয়া সীমান্তে মাদক ও চোরাচালান বিরোধী পৃথক বিশেষ অভিযান পরিচালনা করে প্রায় ৪ লাখ ৪৩ হাজার টাকার ভারতীয় চোরাচালানী মালামাল জব্দ করেছে সাতক্ষীরা ব্যাটালিয়ন (৩৩ বিজিবি)। মঙ্গলবার (৯ ডিসেম্বর) ব্যাটালিয়নের অধীনস্থ বাঁকাল চেকপোস্ট, বৈকারী, কুশখালী, মাদরা ও কাকডাঙ্গা বিওপির টহলদল এসব অভিযান পরিচালনা করে।
বাঁকাল চেকপোস্টে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সাতক্ষীরা সদর উপজেলার আলিপুর হাটখোলা এলাকায় অভিযান চালিয়ে ১২,৯৫০ টাকা মূল্যের ভারতীয় শাড়ি ও অলিভ ওয়েল আটক করে বিজিবি। বৈকারী বিওপির টহল দল মেইন পিলার ৭/২০-এস সংলগ্ন বলদঘাটা এলাকা থেকে ৩৫,০০০ টাকার ভারতীয় ঔষধ জব্দ করে। কুশখালী বিওপি মেইন পিলার ১২/২-এস এর কাছাকাছি শ্মশানঘাট এলাকা থেকে ৯,২০০ টাকার শাড়ি, শার্টের পিস ও তালমিছরী আটক করে। মাদরা বিওপির বিশেষ টহল দল মেইন পিলার ১৩/৩-এস এর ১২ আরবি পয়েন্টের নিকট দক্ষিণ চান্দা আমবাগান এলাকা থেকে ১,৪০,০০০ টাকার ভারতীয় ঔষধ উদ্ধার করে।
এছাড়া কাকডাঙ্গা বিওপির দুটি পৃথক অভিযানে মেইন পিলার ১৩/৩-এস এর ৪ ও ৫ আরবি পয়েন্টের নিকট গেড়াখালি ও কেরাগাছি এলাকা থেকে ২,৪৬,০০০ টাকার ভারতীয় শাড়ি ও ঔষধ জব্দ করা হয়।
বিজিবি জানায়, চোরাকারবারীরা নিয়মিত শুল্ক ফাঁকি দিয়ে ভারতীয় দ্রব্য বাংলাদেশে পাচার করে আসছিল। এসব অবৈধ চোরাচালানের কারণে দেশীয় শিল্প ক্ষতিগ্রস্থ হচ্ছে এবং সরকার গুরুত্বপূর্ণ রাজস্ব থেকে বঞ্চিত হচ্ছে।
উদ্ধারকৃত সকল মালামাল সাতক্ষীরা কাস্টমসে হস্তান্তরের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে বিজিবি।

