সাতক্ষীরার রিহাম ফারহান আপন’র প্রেসিডেন্ট’স স্কাউট এ্যাওয়ার্ড অর্জন
বিশেষ প্রতিনিধি: সাতক্ষীরার রিহাম ফারহান আপন স্কাউটস এর সর্বোচ্চ এ্যাওয়ার্ড প্রেসিডেন্ট স্কাউট এ্যাওয়ার্ড অর্জন করেছে। সে সাতক্ষীরা সরকারি উচ্চ বিদ্যালয়ের ১০ শ্রেণির ছাত্র এবং ইয়াছিন আলী ও রাবেয়া সুলতানার পুত্র। তার খালা রেবেকা সুলতানা সনাক সদস্য ও জেলা রোভার স্কাউটস এ-র আরএসএল।
২০২৪ সালে এ্যাওয়ার্ডের জন্য তিনি মনোনিত হন।

