সাতক্ষীরায় ক্রীসকপ ক্রিকেট টুর্নামেন্ট এর রোমাঞ্চকর ফাইনাল
স্টাফ রিপোর্টার: বিজয় দিবস উদযাপন উপলক্ষে সাতক্ষীরা পল্লী বিদ্যুৎ সমিতির ক্রীড়া সাংস্কৃতিক কল্যাণ পরিষদ (ক্রীসকপ) আয়োজিত “মহান বিজয় দিবস ক্রিকেট টুর্নামেন্ট–২০২৫”-এর বর্ণাঢ্য ফাইনাল খেলা শনিবার (৬ ডিসেম্বর) সকালে সাতক্ষীরা জেলা স্টেডিয়ামে জমকালো পরিবেশের মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়েছে।
ফাইনাল ম্যাচে মুখোমুখি হয় কলারোয়া উপজেলা জোনাল অফিস ও পল্লী বিদ্যুৎ সদর দপ্তর দল। শুরু থেকে শেষ পর্যন্ত টানটান উত্তেজনায় ভরপুর এই লড়াইয়ে দুর্দান্ত নৈপুণ্য প্রদর্শন করে পল্লী বিদ্যুৎ সদর দপ্তর পাটকেলঘাটা দল চ্যাম্পিয়নের শিরোপা অর্জন করে।
অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সাতক্ষীরা পল্লী বিদ্যুৎ সমিতি জেনারেল ম্যানেজার সনৎকুমার ঘোষ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সাতক্ষীরা পল্লী বিদ্যুৎ সমিতি বোর্ডের সভাপতি শারমিন সুলতানা, সাবেক সভাপতি মোঃ সাইফুল আজাদ, সাতক্ষীরা পল্লী বিদ্যুৎ সমিতি ডেপুটি জেনারেল ম্যানেজার মোঃ আখতারুজ্জামান, ডিজিএম কারিগরি মোঃ রাসেল শরীফ, এজিএম প্রশাসন অনিক প্রধান, এজিএম এমএস রিয়াদ কায়উম, ইসি প্রশাসন মোঃ মজিবুল হক, মোঃ রফিকুল ইসলাম সহ প্রমুখ।
অতিথিবৃন্দ খেলার মান দেখে সন্তোষ প্রকাশ করেন এবং অংশগ্রহণকারী খেলোয়াড়দের আরও এগিয়ে যেতে উৎসাহিত করেন।
আয়োজক ক্রীসকপের নেতৃবৃন্দ জানান, কাজের পাশাপাশি শারীরিক ও মানসিক উৎকর্ষতা বৃদ্ধি এবং কর্মকর্তা কর্মচারীদের মাঝে কাজের গতিশীলতা বৃদ্ধি করতেই এ টুর্নামেন্টের আয়োজন করা হয়েছে। তারা ভবিষ্যতে আরও বড় পরিসরে এমন আয়োজন করার প্রত্যাশা ব্যক্ত করেন।
উল্লেখ থাকে ৭টি উপজেলা জোনাল অফিস এবং সদর দপ্তর পাটকেলঘাটা এর সমন্বয়ে ৮টি দল নিয়ে গঠিত এ টুর্নামেন্টের আয়োজন করা হয়।
খেলার স্কোর কলারোয়া উপজেলা জোনাল অফিস (১১৭/৭ রান ১৮ ওভার) ও পল্লী বিদ্যুৎ সদর দপ্তর ( ১১৮/৩ রান ১৫.৫/১৮ ওভার) খেলায় ম্যান অব দ্য ম্যাচ মোঃ ইমন সরদার হওয়ার গৌরব অর্জন করেন।
ম্যাচ পরিচালনা করেন মোঃ রেজাউল ইসলাম, মোঃ সাইদুল ইসলাম ও মোঃ নুরুল আমিন এবং ধারাভাষ্যকার হিসেবে ছিলেন ইসি প্রশাসন শেখ মহিদুল ইসলাম।

