সাতক্ষীরায় ইসলামী ব্যাংক হাসপাতাল আন্ত: বিভাগ ক্রিকেট টুর্নামেন্ট’
স্টাফ রিপোর্টার: বিজয়ের মাস ডিসেম্বর উপলক্ষে সাতক্ষীরায় ইসলামী ব্যাংক হাসপাতাল আন্ত: বিভাগ ক্রিকেট টুর্নামেন্ট ২০২৫ এর দ্বিতীয় দিনের খেলা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৬ ডিসেম্বর) সকাল সাতটায় সাতক্ষীরা রসুলপুর মাধ্যমিক বিদ্যালয় মাঠে দ্বিতীয় দিনের খেলায় অংশগ্রহণ করেন তিতুমীর ফাইটার্স দল বনাম আশ শিফা ওয়ারিয়ার্স দল।
তিতুমীর ফাইটার্স দল টসে জিতে ব্যাট করার সিদ্ধান্ত নিয়ে নির্দিষ্ট ১২ ওভারের খেলায় ৩ উইকেটে ১২৪ রান করেন। বিপরীতে আশ শিফা ওয়ারিয়ার্স দল নির্দিষ্ট ১২ ওভার শেষে ৮ উইকেটে ১০০ রান করে পরাজিত হন।
চারদলীয় ইসলামী ব্যাংক হাসপাতাল আন্ত: বিভাগ ক্রিকেট টুর্নামেন্টের দ্বিতীয় দিনে উপস্থিত ছিলেন ইসলামী ব্যাংক হাসপাতাল আন্ত: বিভাগ ক্রিকেট টুর্নামেন্টের সদস্য সচিব ইসলামী ব্যাংক কমিউনিটি হাসপাতাল সাতক্ষীরার প্রশাসনিক কর্মকর্তা ও ইনচার্জ মুহাম্মদ মাহবুবুর রহমান, তিতুমীর ফাইটার্স দলের ফ্র্যাঞ্জয়িস ডা. আসাদুল্লাহ আল গালিব, তিতুমীর ফাইটার্স দলের ক্যাপ্টেন মন্জুরুল ইসলাম খান, আশ শিফা ওয়ারিয়ার্স দলের ক্যাপ্টেন ডা. আসলাম হোসেনসহ কাশিম ক্রুজ,তিতুমীর ফাইটার্স,আশ শিফা ওয়ারিয়ার্স,খালিদ রাইডার্স দলের খেলোয়ার ও শুভাকাঙ্ক্ষী বৃন্দ।

