সাতক্ষীরায় শিক্ষক ফেডারেশনের কর্মী ও সুধী সমাবেশ
স্টাফ রিপোর্টার: বাংলাদেশ শিক্ষক ফেডারেশন সাতক্ষীরা শহর শাখার উদ্যোগে কর্মী ও সুধী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (০৫ ডিসেম্বর) সন্ধ্যায় সাতক্ষীরা আল-আমিন ট্রাস্ট মিলনায়তনে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।
শিক্ষক ফেডারেশনের সাতক্ষীরা শহর শাখার সভাপতি অধ্যাপক বখতিয়ার উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জামায়াতের কেন্দ্রীয় সাংগঠনিক সেক্রেটারি, খুলনা অঞ্চল পরিচালক এবং সাতক্ষীরা-০২ আসনের মনোনীত দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী মুহাদ্দিস আব্দুল খালেক।
তিনি তার বক্তব্যে বলেন, “জাতি গঠনে শিক্ষকদের ভূমিকা অপরিসীম। আমি নিজেও ৪০টি বছর শিক্ষকতা করেছি এবং মুহাদ্দিস হিসেবে হাদিসের জ্ঞান বহু শিক্ষার্থীর মাঝে ছড়িয়ে দেওয়ার চেষ্টা করেছি।
সমাবেশে বিশেষ অতিথি ছিলেন- জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি অধ্যক্ষ মাওলানা ওবায়দুল্লাহ, জেলা জামায়াতের সহ-সেক্রেটারি প্রভাষক ওমর ফারুক, শহর জামায়াতের আমির জাহিদুল ইসলাম, নায়েবে আমির মাওলানা মোস্তাফিজুর রহমান, ফখরুল হাসান লাবলু, পেশাজীবী বিভাগের সভাপতি আমিরুল ইসলাম প্রমুখ।
সমাবেশে দারসে কুরআন পেশ করেন মাদরাসা শিক্ষক পরিষদের সভাপতি মুহাদ্দিস সিরাজুল ইসলাম।
অনুষ্ঠানে সাতক্ষীরা শহরের বিভিন্ন কলেজ, মাদরাসা ও কারিগরি প্রতিষ্ঠানের মোট ৭৫ জন শিক্ষক উপস্থিত ছিলেন।
সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন সংগঠনের শহর শাখার সেক্রেটারি আব্দুস সবুর এবং মাদরাসা শিক্ষক পরিষদ সাতক্ষীরা শহর সেক্রেটারি মো. মনিরুজ্জামান।

