অনলাইনসদরসাতক্ষীরা জেলা

সাতক্ষীরার ভূমিহীন নেতা সাইফুল্লাহ লস্করের ১৬তম মৃত্যুবার্ষিকীতে স্মরণসভা

স্টাফ রিপোর্টার: সাতক্ষীরার কিংবদন্তি ভূমিহীন নেতা সাইফুল্লাহ লস্করের ১৬তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মরণসভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (০৫ ডিসেম্বর) বিকালে জেলা ভূমিহীন সমিতির উদ্যোগে সাতক্ষীরা কেন্দ্রীয় পাবলিক লাইব্রেরি মিলনায়তনে এ স্মরণসভা আয়োজন করা হয়।

সভায় সভাপতিত্ব করেন জেলা ভূমিহীন সমিতির সভাপতি মোঃ কওছার আলী। প্রধান অতিথি ছিলেন সাতক্ষীরা জেলা বিএনপির সাবেক সমন্বয়ক হাবিবুর রহমান হাবিব।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন- জেলা জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের আহবায়ক অ্যাড. আকবর আলী, জেলা ভূমিহীন সমিতির সাধারণ সম্পাদক আব্দুস সামাদ, সাংগঠনিক সম্পাদক রেজা, প্রভাষক ইদ্রিস আলীসহ জেলার বিভিন্ন ইউনিয়ন ও উপজেলার ভূমিহীন নেতৃবৃন্দ ও সমিতির সদস্যরা।

স্মরণসভায় বক্তারা বলেন, সাইফুল্লাহ লস্কর ছিলেন ভূমিহীন মানুষের অধিকার আদায়ের সংগ্রামের এক দৃঢ়চেতা ও আপোষহীন নেতা। তার নেতৃত্ব, আদর্শ ও সংগ্রামী চেতনা আজও ভূমিহীন মানুষের আন্দোলনে অনুপ্রেরণা জোগায়। বক্তারা তার আত্মার মাগফিরাত কামনা করেন এবং তার অসমাপ্ত কাজকে এগিয়ে নিতে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।

সমগ্র অনুষ্ঠানটি সঞ্চালনা করেন নদী, বন ও পরিবেশ রক্ষা কমিটির সাধারণ সম্পাদক মফিজুর রহমান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *