সুন্দরবনের অভয়ারণ্যে মাছ-কাঁকড়া ধরার সময় ৩ নৌকাসহ জেলে আটক
ইসমাইল হোসেন, শ্যামনগর: পশ্চিম সুন্দরবনের অভয়ারণ্য এলাকায় অবৈধভাবে মাছ ও কাঁকড়া ধরার অভিযোগে তিনটি নৌকা ও এক জেলেকে আটক করেছে বন বিভাগ। গত বুধবার ও বৃহস্পতিবার (৩ ও ৪ ডিসেম্বর) পশ্চিম সুন্দরবনের সাতক্ষীরা রেঞ্জের নোটাবেঁকী অভয়ারণ্যের আগুনজালা এলাকা এবং পুষ্পকাটির অভয়ারণ্যের মামুন্দা নদীর বাওন এলাকা থেকে এসব নৌকা ও জেলেকে আটক করা হয়।
বন বিভাগ জানায়, আগুনজালা এলাকার একটি খালে টহল দলের উপস্থিতি টের পেয়ে কাঁকড়া ধরার অভিযুক্ত জেলেরা নিষিদ্ধ ‘আটল’ জালসহ দুটি নৌকা ফেলে পালিয়ে যায়। পরে টহল দল নৌকা দুটি জব্দ করে। অপরদিকে পুষ্পকাটি অভয়ারণ্যের মামুন্দা নদীর বাওন এলাকা থেকে নিষিদ্ধ ‘আটন’ জাল ব্যবহার করার অভিযোগে একটি নৌকাসহ খুলনা জেলার কয়রা উপজেলার ২ নম্বর কয়রা গ্রামের রমজান ঢালীর পুত্র কাশেম ঢালী (৫১)-কে আটক করা হয়।
পশ্চিম সুন্দরবনের সাতক্ষীরা রেঞ্জের রেঞ্জ কর্মকর্তা ফজলুল হক বলেন, “কিছু অসাধু ব্যক্তি বন বিভাগের চোখ ফাঁকি দিয়ে অভয়ারণ্যে মাছ–কাঁকড়া ধরা, হরিণ শিকার, কাঠ পাচারসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছে। এসব অপরাধ দমনে আমরা নিয়মিত অভিযান পরিচালনা করছি।”
তিনি আরও জানান, বুড়িগোয়ালিনী স্টেশন কর্মকর্তা জিয়াউর রহমানের নেতৃত্বে টহল টিম দুই দিন ধরে অভয়ারণ্যের বিভিন্ন স্থানে অভিযান চালায়। অভিযানে ৩টি নৌকা, নিষিদ্ধ জালসহ বিভিন্ন সরঞ্জাম জব্দ করা হয়েছে। আটক জেলের বিরুদ্ধে বন আইনে মামলা দিয়ে তাকে সাতক্ষীরা কারাগারে পাঠানো হয়েছে।

