শার্শায় ট্রেন দুর্ঘটনায় ট্রেনযাত্রী যুবক নিহত
মোঃ হাসানূল কবীর, শার্শা: যশোরের শার্শায় রূপসী বাংলা এক্সপ্রেস ট্রেনে কাটা পড়ে বাবু (২৩) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। নিহত বাবু নাভারণ দক্ষিণ বুরুজবাগান এলাকার মৃত জব্বার আলীর ছেলে। শুক্রবার (৫ ডিসেম্বর) বেলা আড়াইটার দিকে নাভারণ রেলস্টেশনে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
স্থানীয় প্রত্যক্ষদর্শীরা জানান, ঢাকা থেকে ছেড়ে আসা রূপসী বাংলা এক্সপ্রেস ট্রেনে নিহত ছেলেটি পাশের সিটে বসে ছিলেন। ট্রেনটি নাভারণ স্টেশনে পৌঁছানোর পর প্লাটফর্মের ধাক্কায় সে নিচে পড়ে যায়। এসময় ট্রেনের চাকায় কাটা পড়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
এবিষয়ে শার্শা থানার এসআই মোস্তাক হোসেন জানান, ট্রেনের নিচে কাটা পড়ে এক যুবকের মৃত্যুর হয়েছে এখবর জানতে পেরে মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য যশোর ২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

