অনলাইনঅপরাধআইন আদালতকলারোয়াসদরসাতক্ষীরা জেলা

সাতক্ষীরায় ৩৩ বিজিবির অভিযানে ৫লক্ষাধিক টাকার চোরাচালানী মালামাল জব্দ

স্টাফ রিপোর্টার: সাতক্ষীরা ও কলারোয়া সীমান্তজুড়ে চোরাচালান নিয়ন্ত্রণে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) প্রতিনিয়ত অভিযান চালিয়ে যাচ্ছে। এরই ধারাবাহিকতায় বৃহস্পতিবার ৩৩ বিজিবি ব্যাটালিয়নের আওতাধীন একাধিক বিওপি এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে বিপুল পরিমাণ ভারতীয় ঔষধসহ পাঁচ লক্ষাধিক টাকার চোরাচালানী মালামাল জব্দ করা হয়েছে।

বিজিবি সূত্র জানায়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে পদ্মশাখরা, গাজীপুর, কাকডাঙ্গা, মাদরা ও চান্দুরিয়া বিওপির টহল দল দিনভর সীমান্তবর্তী এলাকাগুলোতে তৎপরতা বৃদ্ধি করে। অভিযানের বিভিন্ন ধাপে ভারতীয় শুল্ক ফাঁকি দেওয়া নিষিদ্ধ ও অননুমোদিত ঔষধ উদ্ধার করা হয়।

পদ্মশাখরা বিওপি: মেইন পিলার–০২ থেকে ৫০০ গজ অভ্যন্তরে সাতক্ষীরা সদর উপজেলার দাসপাড়া এলাকায় অভিযান চালিয়ে ৩৫,০০০ টাকা মূল্যের ভারতীয় ঔষধ জব্দ করা হয়।

গাজীপুর বিওপি: মেইন পিলার–৫/৭ এস সংলগ্ন গাজীপুর এলাকায় ২০০ গজ অভ্যন্তরে অভিযান চালিয়ে ৩৫,000 টাকা মূল্যের আরও একটি চালান আটক করা হয়।

কাকডাঙ্গা বিওপি: দুটি পৃথক অভিযানে মেইন পিলার–১৩/৩ এস এর ৬ আরবি পয়েন্টের কাছে ভাদিয়ালী এলাকা থেকে ২,৮০,০০০ টাকা মূল্যের বিপুল পরিমাণ ভারতীয় ঔষধ আটক করা হয়।

মাদরা বিওপি: মেইন পিলার–১৩/৩ এস এর ১০ ও ১১ আরবি পয়েন্টসংলগ্ন চান্দাপোস্ট ও শ্মশানঘাট এলাকা থেকে ৭০,০০০ টাকা মূল্যের ভারতীয় ঔষধ উদ্ধার করা হয়।

চান্দুরিয়া বিওপি: মেইন পিলার–১৭/৫ এস এর নিকটবর্তী গোয়ালপাড়া এলাকা থেকে ১,০৫,০০০ টাকা মূল্যের ভারতীয় ঔষধ জব্দ করা হয়। মোট জব্দকৃত মালামালের মূল্য ৫ লাখ ২৫ হাজার টাকা।

বিজিবির মতে, চোরাকারবারীরা ভারত থেকে ঔষধ এনে শুল্কাচার ফাঁকি দিয়ে অবৈধ উপায়ে বাজারজাত করার চেষ্টা করছিল। এই ধরনের চোরাচালান দেশের রাজস্ব আয় কমিয়ে দেয় এবং স্থানীয় শিল্প, বিশেষ করে দেশীয় ফার্মাসিউটিক্যাল বাজারে নেতিবাচক প্রভাব ফেলে।

উদ্ধারকৃত সব মালামাল সাতক্ষীরা কাস্টমসের কাছে জমা দেওয়ার প্রক্রিয়া চলছে। প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রমও প্রক্রিয়াধীন রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *