কলারোয়ায় ধানের শীষের পক্ষে লিফলেট বিতরণ করলেন সাবেক চেয়ারম্যান আসাদ
মেহেদী সোহাগ, কলারোয়া: আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে তালা- কলারোয়া আসনে বিএনপির ধানের শীষের প্রার্থীকে বিজয়ী করতে মাঠে নেমেছেন তৃণমূল নেতাকর্মীরা। সোমবার দিনব্যাপী কলারোয়া উপজেলার কুশোডাঙ্গা ইউনিয়নের বিভিন্ন গ্রামে ঘুরে সাধারণ ভোটারদের মাঝে লিফলেট বিতরণ করেন ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও স্থানীয় বিএনপি নেতা আসাদুজ্জামান আসাদ।
শীতের সকালে কর্মী–সমর্থকদের নিয়ে কুশোডাঙ্গার প্রত্যন্ত গ্রামের বাড়ি বাড়ি গিয়ে তিনি ভোটারদের হাতে লিফলেট তুলে দেন। একইসঙ্গে আসন্ন নির্বাচনে ধানের শীষের পক্ষে ভোট চাওয়ার পাশাপাশি তারা যেন নির্ভয়ে ভোটকেন্দ্রে যেতে পারেন সেই আহ্বানও জানান।
লিফলেট বিতরণকালে ভোটারদের উদ্দেশ্যে আসাদুজ্জামান আসাদ বলেন, বিএনপির কেন্দ্রীয় নেতা ও সাবেক সংসদ সদস্য হাবিবুল ইসলাম হাবিব গত কয়েক মাস ধরে রাত-দিন পরিশ্রম করে তালা–কলারোয়ার প্রতিটি ইউনিয়ন, ওয়ার্ড ও গ্রাম চষে বেড়াচ্ছেন। মানুষের দুঃখ, দুর্দশা ও অবহেলার কথা তিনি নিজ কানে শুনছেন। স্থানীয় মানুষের খোঁজখবর নিচ্ছেন, কুশল বিনিময় করছেন এবং পরিবর্তনের অঙ্গীকার নিয়ে ধানের শীষে ভোট চাইছেন।
তিনি আরও দাবি করেন যে, জনগণ এবার পরিবর্তন চায়। তাই তালা–কলারোয়ার সর্বত্র ধানের শীষের পক্ষে অভূতপূর্ব গণজোয়ার সৃষ্টি হয়েছে। সাধারণ মানুষ গণতন্ত্র, ন্যায়বিচার ও তাদের ন্যায্য অধিকার ফিরে পেতে ধানের শীষের পক্ষে একতাবদ্ধ হচ্ছেন।
প্রচারণার সময় সাধারণ ভোটাররা সাবেক চেয়ারম্যান আসাদের কাছে স্থানীয় সমস্যা, অবকাঠামো সংকট, শিক্ষাব্যবস্থা ও কৃষক সংকটসহ বিভিন্ন বিষয় তুলে ধরেন। এসময় তিনি তাদের আশ্বস্ত করেন যে বিএনপি ক্ষমতায় গেলে এলাকার সার্বিক উন্নয়ন ও নাগরিক সেবায় বিশেষ গুরুত্ব দেওয়া হবে।
দিনব্যাপী এই প্রচারণায় অংশ নেন ইউনিয়ন বিএনপি ও অঙ্গসংগঠনের একাধিক নেতা- কর্মী। স্থানীয়রা জানান, নির্বাচনের আগাম উত্তাপে ইতোমধ্যে মাঠ জমে উঠেছে এবং ধানের শীষের পক্ষে প্রচারণা আরও জোরদার হয়েছে।

