কবি রাহেলা আক্তার এর কবিতা: প্রিয় নবী (সাঃ)
প্রিয় নবী
-রাহেলা আক্তার
আঁধার যুগে মক্কার বুকে
উঠলো নুরের রবি;
“মা” আমেনার কোলে এলো
আমার প্রিয় নবী।
অমানিশা ঘুচে ধরায়
বইলো খুশির জোয়ার,
আকাশ, বাতাস, ফুল, পাখিরা
আর্জি করে দোয়ার।
অন্ধকারে ডুবেছিল
মানবতার সব পথ,
আলো দিল কুরআন মজিদ
ভাঙলো মিথ্যার শপথ।
ত্রিশ পারা কুরআন মজিদ
নাজিল যাঁহার উপর,
তিনি হলেন প্রিয় নবী
নবুয়তের মোহর।

