কালিগঞ্জে ৩৪তম আন্তর্জাতিক ও জাতীয় প্রতিবন্ধী দিবস উপলক্ষে র্যালি ও আলোচনা সভা
মাসুদ পারভেজ, কালিগঞ্জ: সাতক্ষীরার কালিগঞ্জে ৩৪তম আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবস এবং জাতীয় প্রতিবন্ধী দিবস উদযাপন উপলক্ষে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (০৩ নভেম্বর) সকাল ১০টায় উপজেলা অডিটোরিয়ামে উপজেলা প্রশাসন, উপজেলা সমাজসেবা অধিদপ্তর এবং সুবর্ণ নাগরিক উন্নয়ন সংস্থার যৌথ আয়োজনে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় উপজেলা সমাজসেবা কর্মকর্তা শাকিল আহমেদ এবং সুবর্ণ নাগরিক উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক ফরহাদ রেজা যৌথভাবে সভাপতিত্ব করেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন যুব উন্নয়ন কর্মকর্তা এস.এম. আকরাম হোসেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মাইনুল ইসলাম খান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা অর্ণ চক্রবর্তী, সুশীলদের পরিচালক ও দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি মোস্তফা আখতারুজ্জামান পল্টু, প্রেসক্লাব সভাপতি শেখ সাইফুল বারী সফু, সাধারণ সম্পাদক সুকুমার দাস বাচ্চু, যুগ্ম আহ্বায়ক এম হাফিজুর রহমান শিমুল, বাংলাদেশ সাংবাদিক সমিতির সভাপতি শেখ আনোয়ার হোসেনসহ আরও অনেকে।
অনুষ্ঠানে বক্তারা প্রতিবন্ধী ব্যক্তিদের অধিকার, সেবার সুযোগ এবং তাদের সমাজে অন্তর্ভুক্তি নিশ্চিত করার গুরুত্ব তুলে ধরেন।

