অনলাইনঅপরাধআইন আদালতকালিগঞ্জজীবনযাপনতালাসাতক্ষীরা জেলা

কালিগঞ্জে পরকিয়া প্রেমিকের ছোড়া গুলিতে এক গৃহবধু ও যুবক গুলিবিদ্ধ

স্টাফ রিপোর্টার: সাতক্ষীরা কালিগঞ্জে পরকীয়া প্রেমিক ইয়ার আলী (৫০) এর ছোড়া গুলিতে হালিমা খাতুন (৪০) নামের এক গৃহবধু ও পরকীয়া প্রেমিকের ছেলে হৃদয় তরফদার গুলিবিদ্ধ হওয়ার ঘটনা ঘটেছে।

সোমবার (১ ডিসেম্বর) বিকেলে কালিগঞ্জ উপজেলার কৃষ্ণনগর ইউনিয়নের সোতা গ্রামে পরকীয়া প্রেমিকা অপর্ণা মন্ডলের বাড়ির সামনের খেলার মাঠে এ ঘটনা ঘটে। ইয়ার আলীর স্ত্রী ও ছেলেকে প্রেমিকার বাড়ি চিনিয়ে দিতে সহায়তা করায় ক্ষুব্ধ হয়ে হালিমা খাতুনকে গুলি করা হয়েছে বলে জানা গেছে। মাথায় গুলিবিদ্ধ হালিমা খাতুনকে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। আর হৃদয় তরফদার স্থানীয়ভাবে চিকিৎসা নিয়েছেন বলে জানা গেছে।

হালিমা খাতুন (৩৭) সোতা গ্রামের মোসলেম চৌকিদারের স্ত্রী। আর হৃদয় তরফদার (২১) শংকরপুর গ্রামের চিহিৃত সন্ত্রাসী, একাধিক ডাকাতি মামলার আসামী ইয়ার আলীর ছেলে।

নাম প্রকাশ না করার শর্তে স্থানীয়রা জানান, সোতা গ্রামের ডিভোর্সী অপর্ণা মন্ডলের সাথে ইয়ার আলীর পরকীয়া সম্পর্ক ছিল। অপর্ণা মন্ডল তার বাবা হরিশংকর মন্ডলের বাড়িতে থাকতেন। এই সম্পর্কের জেরে ইয়ার আলী সোমবার দুপুরে তার বাড়িতে আসে। গোপন সংবাদের ভিত্তিতে ইয়ার আলীর খোঁজে স্ত্রী তাহমিনা খাতুন তার ছেলে হৃদয় তরফদারকে নিয়ে অপর্ণা মন্ডলের বাড়িতে আসে। এতে ক্ষুব্ধ হয়ে ইয়ার আলী তার স্ত্রীকে তথ্য দিয়ে সহযোগীতা করার অভিযোগে হালিমা খাতুনকে লক্ষ্য করে গুলি ছোড়ে। এতে হৃদয় তরফদারও গুলিবিদ্ধ হন।

কালিগঞ্জ থানার পুলিশ সদস্য শাহাদাত হোসেন জানান, খবর পেয়ে আমি সঙ্গীয় ফোর্স সাথে নিয়ে ঘটনাস্থলে পৌছাই। আমরা যাওয়ার আগেই স্থানীয়রা হালিমা খাতুনকে উদ্ধার করে সদর হাসপাতালে ভর্তি করেছে। এঘটনায় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে জানান এই পুলিশ কর্মকর্তা।

সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালের আবাসিক চিকিৎসক ডাঃ সালমান রহমান জানান, মাথায় গুলিবিদ্ধ হালিমা খাতুনের অবস্থা সংকটাপন্ন হওয়ায় তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *