বেগম খালেদা জিয়ার সুস্থ্যতা কামনায় আলিপুরে দোয়া মাহফিল
স্টাফ রিপোর্টার: বিএনপি চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আশু রোগমুক্তি কামনায় সাতক্ষীরার আলিপুরে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। রোববার জোহরের নামাজের পর আলিপুর আব্দুস সাত্তার কমপ্লেক্সে ইউনিয়ন বিএনপির উদ্যোগে এ আয়োজন করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আলিপুর ইউনিয়ন বিএনপির সভাপতি মো. রেজাউল ইসলাম। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা-২ আসনের সম্ভাব্য প্রার্থী ও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ আব্দুর রউফ।
দোয়া মাহফিলে বক্তব্য রাখতে গিয়ে আব্দুর রউফ বলেন, ‘বেগম খালেদা জিয়ার দ্রুত সুস্থতা কামনায় আজ আমরা একত্রিত হয়েছি। তিনি শুধু একটি দলের নেত্রী নন, দেশের রাজনীতিতে তাঁর গুরুত্বপূর্ণ ভূমিকা আছে। দেশজুড়ে মানুষ তাঁর আরোগ্য কামনা করছেন।’
এ সময় আরও উপস্থিত ছিলেন ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মো. হাদিউজ্জামান বাদশা, জেলা বিএনপির সদস্য প্রভাষক আতাউর রহমান, সাংগঠনিক সম্পাদক মোস্তাফিজুর রহমান চান্দু, ছাত্রনেতা আব্দুল্লাহ আল সিয়ামসহ দলের বিভিন্ন স্তরের নেতাকর্মী। শেষে হাফেজ মাওলানা রফিকুল ইসলাম দোয়া ও মোনাজাত পরিচালনা করেন।

