সাতক্ষীরা জেলা প্রশাসকের পক্ষ থেকে নবাগত এসপি আরেফিন জুয়েলকে ফুলেল শুভেচ্ছা
গাজী হাবিব: সাতক্ষীরার প্রথম নারী ডিসি মিজ আফরোজা আখতারের পক্ষ থেকে নবাগত এসপি আরেফিন জুয়েলকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়েছে। রবিবার (৩০নভেম্বর) দুপুরে সাতক্ষীরা জেলার নবাগত পুলিশ সুপার মোঃ আরেফিন জুয়েলকে জেলা প্রশাসক (ডিসি) মিজ আফরোজা আখতার ফুলেল শুভেচ্ছা জানান। জেলা প্রশাসকের কার্যালয়ে এ দুই কর্মকর্তার মধ্যে শুভেচ্ছা বিনিময় হয়।
জানা যায়, সাতক্ষীরার ইতিহাসে প্রথম নারী জেলা প্রশাসক হিসেবে মিজ আফরোজা আখতার ১৮ নভেম্বর আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেন। এর আগের দিন ১৭ নভেম্বর রাতে তিনি সাতক্ষীরায় আগমন করেন। অন্যদিকে নবাগত পুলিশ সুপার মোঃ আরেফিন জুয়েল ৩০ নভেম্বর সাতক্ষীরায় যোগদান করেন।
সৌজন্য সাক্ষাতে জেলা প্রশাসক ও পুলিশ সুপার জেলার আইন-শৃঙ্খলা পরিস্থিতি আরও সুদৃঢ় করতে সমন্বিতভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন। পাশাপাশি জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসনের পারস্পরিক সহযোগিতা অব্যাহত থাকবে বলেও আশাবাদ ব্যক্ত করা হয়।
এসময় সাতক্ষীরা জেলা প্রশাসন ও জেলা পুলিশের বিভিন্ন পদমর্যদার কর্মকর্তাগন উপস্থিত ছিলেন।

