কালিগঞ্জে পরিচ্ছন্নতার জন্য প্লাস্টিক ডাস্টবিন স্থাপন কর্মসূচির উদ্বোধন
মাসুদ পারভেজ, কালিগঞ্জ: কালিগঞ্জে পরিবেশ সচেতনতা ও পরিচ্ছন্নতা বজায় রাখার লক্ষ্যে “নির্দিষ্ট স্থানে ময়লা ফেলি, পরিচ্ছন্ন কালিগঞ্জ গড়ি” স্লোগানকে সামনে রেখে কাঁকশিয়ালী নদীর পাড়ে প্লাস্টিক ডাস্টবিন স্থাপন কর্মসূচির শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (৩০ ডিসেম্বর) দুপুরে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অনুজা মণ্ডল, সদ্য বিদায়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা, কালিগঞ্জ। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) মাইনুল ইসলাম খান, প্রেসক্লাবের সভাপতি শেখ সাইফুল বারী সফু, সাধারণ সম্পাদক সুকুমার দাস বাচ্চু, যুগ্ম সাধারণ সম্পাদক এম হাফিজুর রহমান শিমুল,
সুশীলনের পরিচালক ও দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি মোস্তফা আখতারুজ্জামান পল্টু,
সুশীলনের ইলা দেবী মল্লিক,জাতীয় সাংবাদিক সংস্থার উপজেলা শাখার সাধারণ সম্পাদক নাজমুল ইসলাম, এবং বৈষম্য বিরোধী ছাত্র সমন্বয়ক মারুফ হাসান, শিক্ষক সাংবাদিক আরিফুজ্জামানসহ স্থানীয় বিশিষ্ট ব্যক্তিবর্গ। উদ্বোধনী অনুষ্ঠানে বক্তারা সমাজের সকল স্তরের মানুষকে পরিচ্ছন্নতা বজায় রাখার গুরুত্ব তুলে ধরেন এবং বিশেষভাবে প্লাস্টিক বর্জন ও নির্দিষ্ট স্থানে ময়লা ফেলার প্রতি সচেতন হতে জনগণকে আহ্বান জানান। অনুজা মণ্ডল তার বক্তব্যে বলেন, পরিচ্ছন্নতা কেবল পরিবেশ রক্ষার মাধ্যম নয়, এটি আমাদের স্বাস্থ্য ও সমাজের সুস্থতার জন্যও অপরিহার্য। প্রত্যেককে স্বচ্ছ ও পরিচ্ছন্ন পরিবেশ নিশ্চিত করার জন্য সচেষ্ট হতে হবে।
উদ্যোগটি সফল করতে সহযোগিতা করেছে কালিগঞ্জের সকল বেসরকারি উন্নয়ন সংস্থা (NGO)। এই কর্মসূচির মূল লক্ষ্য হলো কাঁকশিয়ালী নদী পারিপার্শ্বিক এলাকা পরিচ্ছন্ন রাখা, স্থানীয় মানুষকে ময়লা নির্দিষ্ট স্থানে ফেলার জন্য উৎসাহিত করা এবং প্লাস্টিক বর্জন ও সচেতনতা বৃদ্ধি করা।
স্থানীয় জনগণ ও শিশুরাও উৎসাহের সঙ্গে এই কার্যক্রমে অংশগ্রহণ করেছেন। ডাস্টবিন স্থাপনের মাধ্যমে প্রত্যেকের দায়িত্ব ও সচেতনতার গুরুত্ব বাড়ানো হবে এবং ভবিষ্যতে একটি পরিচ্ছন্ন ও সুন্দর কালিগঞ্জ গড়ার লক্ষ্য বাস্তবায়িত হবে।

