যশোরের আইনজীবী আলী রায়হান’র ইহলোক ত্যাগ
হাসানূল কবীর: যশোর জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি বর্ষীয়ান রাজনীতিবিদ এডভোকেট আলী রায়হান (৬৭) রবিবার (৩০শে নভেম্বর) দিবাগত রাত ৩:১০টার সময় ঢাকার আনোয়ার খান মডার্ন মেডিকেল কলেজ এন্ড হাসপাতাল আইসিইউ-তে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
তিনি যশোরের ঝিকরগাছা উপজেলার শংকরপুর গ্রামের মরহুম আসগর আলী মন্ডল ও মরহুমা ছায়েরা খাতুনের ছেলে। এসএসসি ও এইচএসসি শেষ করে তিনি রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ভর্তি হন। সেখানে তিনি ছাত্রলীগের রাজনীতিতে সক্রিয় ও জনপ্রিয় হয়ে ওঠেন। ১৯৮৭ সালে রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের এক বর্ণাঢ্য সম্মেলনের মাধ্যমে তিনি সভাপতি নির্বাচিত হন। ১৯৮৯ সালে রাকসু নির্বাচনে আলী রায়হান ছাত্রলীগের প্যানেলে জিএস প্রার্থী ছিলেন। ১৯৯২/৯৩ সালে ঝিকরগাছা উপজেলা যুবলীগের আহ্বায়ক নির্বাচিত হন। ১৯৯৫ সালে তিনি ঝিকরগাছা উপজেলা যুবলীগের সভাপতি নির্বাচিত হন। পর পর ৩ বার (১৯৯২,১৯৯৭,২০০৩) শংকরপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হয়ে ছিলেন। ২০০৪, ২০১৫ সালে যশোর জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও ২০১৯ সালে সহ-সভাপতি নির্বাচিত হন। ২০১৯ সালে দলীয় মনোনয়ন নিয়ে তিনি ঝিকরগাছা উপজেলা পরিষদ নির্বাচন করেন।
এডভোকেট মোহাম্মাদ আলী রায়হান যশোর জেলা আইনজীবী সমিতির একজন নিয়মিত সদস্য এবং যশোর জেলা জজ ও সেশন জজ আদালতের আইনজীবী হিসাবে আইন পেশায় নিয়োজিত ছিলেন। মৃত্যূকালে তিনি স্ত্রী, সহদর ভাই-বোন ও অসংখ্য গুণগ্রাহী রেখে গেছন। দুপুর ১টার সময় যশোর উকিল বারে আইনজীবীদের পক্ষ থেকে ফুলেল শ্রদ্ধা নিবেদন করা হয়। মরহুমের প্রথম জানাজা নামাজ জোহর বাদ বাগআঁচড়া কেন্দ্রীয় মসজিদে এবং আসর বাদ শংকরপুর নিজ গ্রামে দ্বিতীয় জানাজা নামাজ শেষে পারিবারিক কবরস্থানে তাঁকে সমাহিত করা হয়।

