আশাশুনির কোদন্ডা দক্ষিণ পাড়ায় কাজী আলাউদ্দীনের উঠান বৈঠক ও কালী মন্দির সংস্কারে অর্থ প্রদান
স্টাফ রিপোর্টার: সাতক্ষীরার আশাশুনি-কালিগঞ্জ-০৩ আসনে ধানের শীষের বিজয় সুনিশ্চিত করতে আশাশুনি উপজেলার সদর ইউনিয়নের কোদন্ডা দক্ষিণ পাড়া সার্বজনীন কালী মন্দির প্রাঙ্গনে সনাতন ধর্মালম্বীদের সাথে বিএনপি মনোনীত ধানের শীষের এমপি প্রার্থী কাজী আলাউদ্দীনের উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার রাতে আশাশুনি উপজেলার সদর ইউনিয়নের কদনদা দক্ষিণ পাড়া সার্বজনীন কালী মন্দির প্রাঙ্গনে উক্ত উঠান বৈঠক অনুষ্ঠিত হয়। এসময় প্রধান অতিথির বক্তব্য রাখেন সাতক্ষীরা-০৩ (কালিগঞ্জ-আশাশুনি) আসনে বিএনপি মনোনীত ধানের শীষের এমপি প্রার্থী কাজী আলাউদ্দীন।
নির্বাচনী উঠান বৈঠকে অন্যান্নদের মধ্যে উপস্থিত ছিলেন আশাশুনি উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব মশিউল হূদা তুহিন, আশাশুনি উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক শেখ আঃ রশিদ, যুগ্ম আহ্বায়ক রবিউল আলম ছোট, আশাশুনি উপজেলা যুবদলের সদস্য সচিব আবু জাহিদ সোহাগ, আশাশুনি উপজেলা মহিলাদলের সভানেত্রী ডাঃ মর্জিনা বেগম সহ মন্দির কমিটির নেতৃবৃন্দ ও স্থানীয় সনাতন ধর্মালম্বী শতশত নারী-পুরুষ।
উঠান বৈঠক শেষে কোদন্ডা দক্ষিণ পাড়া সার্বজনীন কালী মন্দির সংস্কারের জন্য ধর্ম মন্ত্রণায়লের সহায়তায় ৬০ হাজার টাকা মন্দির কমিটির নেতৃবৃন্দের কাছে হস্তান্তর করেন বিএনপি মনোনীত ধানের শীষের এমপি প্রার্থী কাজী আলাউদ্দীন।

