আশাশুনির বড়দলে ধানের শীষের নির্বাচনী জনসভায় জনতার ঢল
তাপস কুমার ঘোষ: আশাশুনির বড়দলে ধানের শীষের নির্বাচনী জনসভায় জনতার ঢল নেমেছিল। জনসভা শুরুর আগেই কানায় কানায় পূর্ণ হয়ে যায় আফতাব উদ্দিন কলেজিয়াট স্কুলের পুরো মাঠ। যেন তিল ধারণের স্থানটুকুও নাই। বৃহস্পতিবার (২৭ নভেম্বর) বিকালে আশাশুনী উপজেলার বড়দল ইউনিয়ন বিএনপির আয়োজনে বড়দল আফতাব উদ্দিন কলেজিয়াট স্কুল মাঠে এই নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়।
জনসভায় বড়দল ইউনিয়ন বিএনপির সাবেক আহ্বায়ক আজহারুল ইসলাম মন্টু’র সভাপতিত্বে ও সাবেক সদস্য সচিব আরিফুল ইসলাম বকুলের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির অন্যতম সদস্য, সাতক্ষীরা ৩ আসনে বিএনপি’র ধানের শীষের মনোনীত প্রার্থী ও সাবেক সফল সংসদ সদস্য কাজী আলাউদ্দীন।
বক্তব্যে তিনি বলেন- নির্বাচিত হতে পারলে আশাশুনির এই অবহেলিত জনপদের রাস্তাঘাট, ব্রীজ কালভার্ট, স্কুল, কলেজ, মসজিদ, মন্দির, মাদ্রাসা সহ বিভিন্ন সামাজিক সংগঠনের অবকাঠামোগত সার্বিক উন্নয়নে বিশেষ অবদান রাখবো ইনশাআল্লাহ। বড়দলসহ আশাশুনী উপজেলার ১১টি ইউনিয়নের সনাতনী ভাই-বোনদের সার্বিক নিরাপত্তায় বিশেষ ভুমিকা থাকবে। তাদের যেকোনো সমস্যায় আমি এগিয়ে আসবো। শুধু তাই নহে আমি নির্বাচিত হলে এই আসনে সন্ত্রাস, চাঁদাবাজ, দখলবাজ আর বিশৃঙ্খলা সৃষ্টিকারীমুক্ত রাখবো। মানিকখালী ব্রীজের টোলমুক্ত করবো।
ধানেরশীষের এ জনসভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, আশাশুনি উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক স.ম হেদায়েতুল ইসলাম, সাবেক আহ্বায়ক চেয়ারম্যান রুহুল কুদ্দুস, সাবেক যুগ্ম-আহ্বায়ক মোঃ শওকত হোসেন, সাবেক যুগ্ম আহবায়ক আব্দুর রশিদ মিয়া, সাবেক যুগ্ম-আহ্বায়ক রবিউল আউয়াল ছোট, সাবেক যুগ্ম-আহ্বায়ক আব্দুল আলিম, সাবেক যুগ্ম-আহ্বায়ক মোহাম্মদ তুহিন উল্লাহ, সাবেক সদস্য সচিব মশিউর হুদা তুহিন, আশাশুনি উপজেলা যুবদলের সদস্য সচিব আবু জাহিদ সোহাগ, উপজেলা তাঁতীদলের সভাপতি আমির হোসেন বাদশাহ, উপজেলা কৃষক দলের সভাপতি লিয়াকত হোসেন, উপজেলা শ্রমিক দলের সভাপতি নুরুল ইসলাম, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি নূরে আলম আলম সরোয়ার লিটন, উপজেলা ছাত্রদলের সিনিয়র সহ সভাপতি আছাদুল ইসলাম আছাদ প্রমূখ।
আসরের নামাজের পরেই জনতার ঢল নামতে থাকে বড়দল আফতাব উদ্দিন কলেজিয়াট স্কুল মাঠে। হাজার হাজার নারী পুরুষদের সরব উপস্থিতিতে প্রাণবন্ত হয়ে উঠে।

