কালিগঞ্জতালাশ্যামনগরসদরসাতক্ষীরা জেলাসারাবাংলা

কালিগঞ্জে মহাসড়ক সংস্কারে সীমানা নির্ধারণ ঘিরে বিতর্ক; অপপ্রচারে ক্ষোভ স্থানীয়দের

তাপস কুমার ঘোষ, কালিগঞ্জ: সাতক্ষীরা-কালিগঞ্জ মহাসড়কের কালিগঞ্জ অংশে সীমানা নির্ধারণকে কেন্দ্র করে নতুন করে তৈরি হয়েছে বিতর্ক। সড়ক ও জনপথ (সওজ) বিভাগের এক সার্ভেয়ারের বিরুদ্ধে সীমানা নির্ধারণ শেষে আর্থিক সুবিধা নেওয়ার অভিযোগ উঠলেও স্থানীয়রা এটিকে সম্পূর্ণ ভিত্তিহীন অপপ্রচার বলে দাবি করেছেন।

বুধবার (২৬ নভেম্বর) বেলা ১১টার দিকে সরেজমিন পরিদর্শনে জানা যায়, সাতক্ষীরা থেকে কালিগঞ্জ মহাসড়কের উন্নয়ন প্রকল্প কয়েক ধাপে চলমান। এর অংশ হিসেবেই সম্প্রতি সওজ বিভাগের সার্ভেয়ার সীমানা নির্ধারণের কাজ শেষ করেন। কিন্তু ওই কাজ শেষে সার্ভেয়ার আর্থিক সুবিধা নিয়েছেন এমন অভিযোগ সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে।

তবে স্থানীয়দের বক্তব্য সম্পূর্ণ ভিন্ন। ব্যবসায়ীরা জানান, বিষয়টি পরিকল্পিত অপপ্রচার ছাড়া কিছুই নয়। স্থানীয় মুদি ব্যবসায়ী আনিসুর রহমান, চাউলের ব্যবসায়ী সুমন হোসেন ও মর্জিনা খাতুন বলেন, আমরা এখানে ৪০ বছরেরও বেশি সময় ধরে ব্যবসা করছি। সব দোকানই রেকর্ডভুক্ত। সীমানা নির্ধারণের পর কিছুই পরিবর্তন হয়নি, আর কাউকে কোনো টাকা দিতে হয়নি। একটি মহল উদ্দেশ্যমূলক ভাবে আমাদের বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে।

স্থানীয়দের দাবি, মহাসড়ক উন্নয়ন প্রকল্পকে কেন্দ্র করে একটি স্বার্থান্বেষী চক্র বিভ্রান্তি ছড়াতে সক্রিয়। প্রকল্প সংশ্লিষ্ট নথিপত্র এবং দোকান পাটের অবস্থান রেকর্ডে পরিষ্কার এমনটিই জানান তারা।

এদিকে সড়ক ও জনপথ বিভাগ এখনো এ বিষয়ে কোনো আনুষ্ঠানিক মন্তব্য দেয়নি। অভিযোগের সত্যতা যাচাইয়ে প্রয়োজনীয় তদন্তের দাবি জানিয়েছেন সাধারণ ব্যবসায়ীরা। অপপ্রচার নিয়ে স্থায়ী ক্ষোভ দেখা দিয়েছে এলাকাবাসীর মাঝে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *