ইতিহাস ঐতিহ্যকলারোয়াধর্মসাতক্ষীরা জেলা

কলারোয়ার কেঁড়াগাছিতে ১৬ প্রহরব্যাপী হরিনাম সংকীর্তন উৎসবের উদ্বোধন

মেহেদী সোহাগ, কলারোয়া: কলারোয়া উপজেলার কেঁড়াগাছি ইউনিয়নের নমাচার্য্য শ্রীশ্রী ব্রহ্ম হরিদাস ঠাকুরের জন্মভিটা আশ্রম প্রাঙ্গণে তাঁর ৫৭৬তম আবির্ভাব তিথি উপলক্ষে আয়োজিত ষোলো প্রহরব্যাপী হরিনাম সংকীর্তন উৎসবের শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। সোমবার সন্ধ্যায় মোমবাতি প্রজ্বলনের মাধ্যমে অনুষ্ঠানের আনুষ্ঠানিক উদ্বোধন করেন সাবেক চেয়ারম্যান ও উপজেলা বিএনপির নেতৃস্থানীয় ব্যক্তি আশরাফ হোসেন।

আশ্রম পরিচালনা পরিষদের সভাপতি কার্তিক চন্দ্র মিত্রের সঞ্চালনায় আয়োজিত এই ধর্মীয় অনুষ্ঠানে প্রধান অতিথির পাশাপাশি বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউনিয়ন বিএনপির সভাপতি মজিবর রহমান, সিনিয়র সহ-সভাপতি মাস্টার শাহাজান কবির, যুবদলের আহবায়ক মফিজুল ইসলাম রানা, ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের বিএনপি এবং সহযোগী অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ। এছাড়া স্থানীয় প্রশাসনের কর্মকর্তা, পূজারি, সাধক ও অসংখ্য ভক্তবৃন্দ অনুষ্ঠানে যোগ দেন।

উদ্বোধন শেষে অতিথিবৃন্দ মহানাম সংকীর্তনের তাৎপর্য তুলে ধরে বক্তব্য দেন এবং বিশ্বশান্তি, মানবকল্যাণ ও জীবের মঙ্গল কামনা করে বিশেষ প্রার্থনা অনুষ্ঠিত হয়। ধর্মীয় আবহে মুখরিত আশ্রম প্রাঙ্গণজুড়ে ভক্তদের পদচারণায় এদিন উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *