অনলাইনতালারাজনীতিসদরসাতক্ষীরা জেলা

সাতক্ষীরায় চেয়ারম্যান আব্দুল আলীমকে দলীয় মনোনয়নের দাবীতে মশাল মিছিল

গাজী হাবিব: সাতক্ষীরা-২ (সদর-দেবহাটা) আসনে সাতক্ষীরা জেলা বিএনপির সাবেক সদস্য সচিব চেয়ারম্যান আব্দুল আলিমকে ধানের শীষে মনোনয়নের দাবীতে মশাল মিছিল করেছে তার সমর্থকরা। বুধবার (১৯ নভেম্বর) রাতে সাতক্ষীরা – খুলনা মহাসড়কের বিনেরপোতায় এ বিক্ষোভ মিছিল ও সমাবেশ করে।

এসময় বক্তব্য রাখেন সাতক্ষীরা সদরের লাবসা ইউনিয়ন বিএনপির সভাপতি শফিকুল ইসলাম, বিএনপি নেতা আতিয়ার রহমান, লাবসার ইউপি সদস্য বিএনপি নেতা তাজমিনুর রহমান টুটুল, ইসমাইল হোসেন নিরব, আবুল হাসান, ছাত্রদল নেতা আল আমিনসহ বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মী ও আলিম চেয়ারম্যানের সমার্থকগন।

আব্দুল আলিম চেয়ারম্যানকে বিএনপি দলীয় মনোনয়নের জন্য মশাল মিছিলের মুহুর্মুহ স্লোগানে প্রকম্পিত হয় পুরো এলাকা। এসময় জনসাধারণের ক্ষয়-ক্ষতিরোধে সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামিনুল হক এবং ওসি (তদন্ত) সুশান্ত ঘোষসহ আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের সতর্ক অবস্থানে থাকতে দেখা গেছে।

এ সময় বিক্ষুব্ধ নেতাকর্মীরা বলেন, বিগত দিনে যখনই হামলা মামলার শিকার হয়েছি তখনই আলিম চেয়ারম্যান আমাদের পাশে দাঁড়িয়েছে। ১৯৮৮ সাল থেকে তিনি চেয়ারম্যানের দায়িত্ব পালন করে আসছেন। তিনি টানা ১৯ বছর সদর উপজেলা বিএনপির সভাপতির দায়িত্ব পালন করেছেন ।

মিছিলকারীরা হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন- চেয়ারম্যান আব্দুল আলিম জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক হিসেবে রাজপথে থেকে স্বৈরাচারের বিরুদ্ধে লড়েছেন। তাই এই আসনে বিএনপির মনোনয়ন পাওয়ার একমাত্র যোগ্যব্যক্তি আলিম ভাই। দলের হাইকমান্ড যদি তাকে মনোনয়ন না দেয় তাহলে আরও বৃহৎ কর্মসূচির ঘোষণা করা হবে।

মশাল মিছিল চলাকালে খুলনা-সাতক্ষীরা মহাসড়কে সকল প্রকার যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *