অনলাইনঅপরাধশ্যামনগরসাতক্ষীরা জেলা

শ্যামনগরে ভূমিদস্যু দখলদারদের হাত থেকে রক্ষা পেতে ভূমিহীনদের মানববন্ধন

শ্যামনগর প্রতিনিধি: শ্যামনগরের সৈদালীপুর ভূমিহীনদের ইজারা দেওয়া সম্পত্তি আলিয়াতির আধ্যমে দখল করে ভুমিহীনদের বাড়িঘর, মসজিদসহ ভাংচুর ও অগ্নীসংযোগ করে উচ্ছেদ করায় ভূমিদস্যু গুলি গফুরের ছেলে আলমগীর,ভটুক, আতাউরের বাহিনীর বিরুদ্ধে শ্যামনগরে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

বুধবার ১৮ সকাল ১১ টায় প্রেসক্লাব চত্বরে সৈদালীপুর ৩৮ ঘর ভূমিহীন পরিবার ও মিথ্যা মামলায় ক্ষতিগ্রন্থ জনগণের আয়োজনে শত শত নারী পুরুষ ও ভুক্তভোগীরা উপস্থিত হয়ে মানববন্ধন অংশগ্রহণ করেন।

মানববন্ধনে বক্তব্য রাখেন, ভুক্তভোগী মানিকপুর গ্রামের মৃত ওসিরউদ্দিন গাজীর ছেলে মোঃ আফতাব হোসেন, ভুক্তভোগী মোঃ আবু ইসহাক,মোঃ শাহজাহান ও আবু হোসেনের স্ত্রী মোছাঃ মমতা বেগম,মুজিবুর রহমানের স্ত্রী মোছাঃ রোমেছা বিবি।এসময় ভুক্তভোগী ৩৮ পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।

তার বক্তব্য বলেন, আমরা ৩৮ পরিবার ভুমিহীন। গত ২০০৪ সালে বাংলাদেশ সরকারের ১নং খাস খতিয়ান হতে সরকারের কাছ থেকে ডিসিআর নিয়ে সৈদালীপুর গ্রামে প্রায় ৯০ বিঘা জমির উপরে আমার ঘর বাড়ি করে সকলে বসবাস করেছিলাম।২০০৪ সালে শেষের দিকে এলাকার চিহ্নিত ভূমি ভূমিদস্যু আব্দুল গফুর ওরফে (গুলি গফুর) এর নেতৃত্বে তৎকালীন জোট সরকারের নেতৃবৃন্দের সহযোগিতায় আমাদেরকে উচ্ছেদ করে গুলি গফুর বাহিনী দখল করে। আমার ৩৮ পরিবার এক জোট হয়ে ২০১৭ সালে সরকারের দেওয়া জমিতে ঘর বাড়ি তৈরি করে বসবাস করছিলাম। একই সালে আবারও গুলি গফুর ও তার পোষা সন্ত্রাসী বাহিনী নেতৃত্বে আমরাদের বাধা ঘর বাড়ি উচ্ছেদ করে দেয়। আমার ৩৮ পরিবার ২০১৮ সালে আবারো এক জট হয়ে এলাকাবাসীর সহযোগিতা একই জমিতে ঘরবাড়ি,মসজিদ তৈরি করে বসবাস করছিলাম। চিহ্নিত ভূমিদস্যু গুলি গফুর ও তার ছেলে আলমগীর আমাদের নামে এক এক করে ১৪টি মামলা দায়ের করে। সবগুলি মামলা চলমান। আমরা সকলে ভূমিহীন পরিবার। আমাদের কোন জমি জায়গা নেই।
কিন্তু দুঃখের বিষয় ২০১৯ সালে প্রশাসন ও পুলিশের উপস্থিতিতে গুলি গফুরের ছেলে আলমগীর,ভটুক, আতাউর,মাফু,লিটন বাহিনীর নেতৃত্বে শত শত এলাকাবাসীর সামনে আমাদের বসবাসরত ঘরবাড়ি, মসজিদ সহ ভেঙ্গে গুঁড়িয়ে দিয়ে অন্নিসংযোগ করে। আমাদের সন্তানা ও পরিবার নিয়ে পুলিশ প্রশাসনের কাছে কান্না কন্ঠে চিৎকার করলো কোন সাড়া মেলেনি।

তাই আপনাদের লেখনীর মাধ্যমে গুলি গফুরের ছেলে আলমগীর ভটুক আতাউর মাফু লিটন বাহিনীর দেওয়া মিথ্যা মামলা প্রত্যাহার সহ ভূমি দস্যুদের বিচার ও সরকারের দেওয়া জায়গায় শান্তিপূর্ণভাবে ঘরবাড়ি তৈরি করে বসবাস করতে পারি তার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করছি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *