সাতক্ষীরা-২ আসনে ধানের শীষের প্রার্থী আব্দুর রউফ’র সাথে জেলা জুয়েলার্স সমিতির মতবিনিময়
স্টাফ রিপোর্টার: আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সাতক্ষীরা-২ আসনে (সাতক্ষীরা সদর-দেবহাটা) বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের কান্ডারী আলহাজ্ব মো. আব্দুর রউফের সাথে বাংলাদেশ জুয়েলার্স সমিতি সাতক্ষীরা জেলা শাখার নেতৃবৃন্দের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৯ নভেম্বর) দুপুরে শহরের খান মার্কেটস্থ সমিতির অস্থায়ী কার্যালয়ে বাংলাদেশ জুয়েলার্স সমিতি সাতক্ষীরা জেলা শাখার আয়োজনে সংগঠনের সভাপতি গৌর চন্দ্র দত্তের সভাপতিত্বে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
মতবিনিময় সভায় বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের পদপ্রার্থী আলহাজ্ব মো. আব্দুর রউফ বলেন, আমি নির্বাচিত হলে সাতক্ষীরায় চাঁদাবাজির কোন নামই থাকবে না। জাতীয়তাবাদী দল বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যানের হাতকে শক্তিশালী করতে আপনারা সবাই ধানের শীষ প্রতীকে ভোট দেবেন। আমি সকলকে এক নজরে দেখি বলেই আলিপুর ইউনিয়নে বারবার নির্বাচিত চেয়ারম্যান হয়েছি। আপনাদেরকে ধানের শীষে ভোট দিয়ে বুঝিয়ে দিতে হবে সাতক্ষীরা জামাতের ঘাঁটি নয় বিএনপি’র ধানের শীষের ঘাঁটি। আপনারা সকলে আমার সাথে সহযোগিতা করলে নিশ্চয়ই ধানের শীষ প্রতীক বিজয় লাভ করবে। চাঁদাবাজ মুক্ত ও নিরাপদ সাতক্ষীরা গড়তে সাতক্ষীরায় ধানের শীষের বিকল্প নেই। আমি নির্বাচিত হলে আপনারা সহজেই আমার কাছে যেতে পারবেন কোন মাধ্যম লাগবে না।
মতবিনিময় সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন বাংলাদেশ জুয়েলার্স সমিতি সাতক্ষীরা জেলা শাখার সহ-সভাপতি বলাই দে, নির্বাহী কমিটির সদস্য দীনবন্ধু মিত্র, নিত্যানন্দ আমিন প্রমুখ।
এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সংগঠনের জেলা শাখার সহ-সভাপতি মোঃ আব্দুস সাত্তার, জয়দেব কুমার দে, মিলন কুমার দত্ত, রায় দুলাল চন্দ্র, অসাধারণ সম্পাদক রবীন কুমার মল্লিক, সাংগঠনিক সম্পাদক ভৈরব কর্মকার, কোষাধক্ষ সুমন সরকার, দপ্তর সম্পাদক আশিষ মৈত্র, প্রচার সম্পাদক অচিন্ত্যকুমার দে, নির্বাহী কমিটির সদস্য গৌর পদ রায়, ভবানন্দ দে, রঞ্জন কুমার মজুমদার, উত্তম কুমার দত্ত, নিমাই চন্দ্র সরকারসহ বাংলাদেশ জুয়েলার্স সমিতি সাতক্ষীরা জেলার শাখার কর্মকর্তা ও অন্যান্য সদস্যরা।
সমগ্র অনুষ্ঠান সঞ্চালনা করেন বাংলাদেশ জুয়েলার্স সমিতি সাতক্ষীরা জেলা শাখার সাধারণ সম্পাদক মনোরঞ্জন কর্মকার মন্টু।

