কৃষিজীবনযাপনতালাসাতক্ষীরা জেলা

তালায় নিরাপদ ও সুপেয় পানির জন্য পিএসএফ সংষ্কারের বিষয়ক আলোচনা সভা

স্টাফ রিপোর্টার: নিরাপদ ও সুপেয় পানির জন্য পিএসএফ সংষ্কারের বিষয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার(১৮ নভেম্বর) সকাল তালা উপজেলার খেশরা ইউনিয়নের ৫ নং ওয়ার্ডে নিরাপদ ও সুপেয় পানির জন্য পিএসএফ সংষ্কারের বিষয়ে কমিউনিটি,জনপ্রতিনিধি,বিভিন্ন সংগঠনের প্রতিনিধি, সুশীল সমাজ,সাংবাদিক এবং স্থানীয় জনগনের অংশগ্রহনে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

খেশরা ইউনিয়নের নিরাপদ পানীয় জলের অভাব একটি গুরুতর উদ্বেগের বিষয় হয়ে দাঁড়িয়েছে। এলাকার পানির প্রধান উৎসগুলি উচ্চ মাত্রার আয়রন,আর্সেনিক এবং লবনাক্ততায় দূষিত। যা স্থানীয় বাসিন্দাদের জন্য উল্লেখযোগ্য স্বাস্থ্য ঝুঁকি তৈরি করেছে। এই এলাকার বেশির ভাগ মানুষ নিম্ম,মধ্যম আয়ের গোষ্ঠির। যার ফলে তাদের জন্য বিকল্প নিরাপদ জলের উৎষ পাওয়া কঠিন হয়ে পড়েছে। ইউনিয়নের প্রায় ১৪ টি পিএসএফ থাকলে ও তার অধিকাংশ দীর্ঘ দিন যাবত নষ্ট হয়ে পড়ে আছে।যার কারনে এলাকার সাধারণ মানুষদেরকে পানি কিনে খেতে হচ্ছে। তাছাড়া যাদের পানি কিনে খাওয়া সম্ভব হচ্ছে না তারা অগভীর নলক‚প থেকে আয়রন ও আর্সেনিকযুক্ত পানি খেয়ে জীবন ধারন করছে। যার কারনে বিভিন্ন রোগ ও চর্ম রোগের প্রভাব দেখা দেচ্ছে। এলাকার জনগনের জোড় দাবী সংশ্লিষ্ট কর্ত্তৃপক্ষের মাধ্যমে পরিত্যক্ত পিএসএফ গুলো অতি দ্রæত সংষ্কার করে এলাকার মানুষদের বিশুদ্ধ পানীর চাহিদা মেটানো হোক।

আলোচনা সভায় পিএসএফ সংষ্কারের জন্য অত্র ওয়ার্ডের ইউপি সদস্যকে সভাপতি রেখে ৭ সদস্য বিশিষ্ট একটি পরিচালনা কমিটি গঠন করা হয়েছে।
উক্ত আলোচনা সভায় উপস্থিত ছিলেন, খেশড়া ইউনিয়ন পরিষদের সংরক্ষিত ইউপি সদস্য মোছাঃ তাছমিন বেগম, গ্রীনম্যান সংস্থার সুজয় চক্রবর্ত্রী, মোঃ মুশফিকুর রহমান, ওমর আল ফাহাদ, ছাত্র ঐক্য ফাউন্ডেশনের সদস্য মেহরাজ, একশনএইড বাংলাদেশের ইন্সেপিরেটর সুইট খান এবং সিডো সংস্থার প্রোগ্রাম অফিসার চন্দ্র শেখর হালদার প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *