সাতক্ষীরা সদরের বল্লীতে মুহাদ্দিস আব্দুল খালেকের নির্বাচনী পথসভা অনুষ্ঠিত
স্টাফ রিপোর্টার: সাতক্ষীরা সদর উপজেলার বল্লী ইউনিয়নের ৮ ও ৯নং ওয়ার্ড জামায়াতে ইসলামীর উদ্যোগে এক নির্বাচনী পথসভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৮ নভেম্বর) বিকেল ৪টায় রায়পুর বাজারস্থ রায়পুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এ পথসভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইউনিয়ন আমীর হাজী মিজানুর রহমান। সভা সঞ্চালনা করেন ইউনিয়ন সেক্রেটারি মাষ্টার আজহারুজ্জামান।
পথসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় সাংগঠনিক সেক্রেটারি ও খুলনা অঞ্চল পরিচালক, সাতক্ষীরা-২ আসনের দাঁড়িপাল্লা প্রতীকের সংসদ সদস্য প্রার্থী মুহাদ্দিস আব্দুল খালেক।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা কর্মপরিষদ সদস্য মাওলানা শাহাদাত হোসাইন, সদর উপজেলা সেক্রেটারি মাওলানা হাবিবুর রহমান, উপজেলা কর্মপরিষদ সদস্য মাওলানা আনিছুর রহমান, মাওলানা গোলাম রসুল, মাওলানা শহিদুল ইসলাম, ইউনিয়ন নায়েবে আমীর রফিকুল ইসলাম প্রমুখ।
প্রধান অতিথির বক্তৃতায় মুহাদ্দিস আব্দুল খালেক বলেন, “বাংলাদেশ অপার সম্ভাবনার দেশ। কিন্তু যোগ্য ও নীতিবান ব্যক্তিদের রাষ্ট্রীয় ক্ষমতায় না পাঠানোর কারণে আমরা সেই সম্ভাবনার যথাযথ ফল পাচ্ছি না। জামায়াতে ইসলামীর লক্ষ্য হলো ন্যায় ও ইনসাফভিত্তিক সমাজ প্রতিষ্ঠা। সুযোগ পেলে জনগণের হক সঠিকভাবে পৌঁছে দিতে আমরা বদ্ধপরিকর ইনশাআল্লাহ।”
পথসভায় স্থানীয় নেতাকর্মী ও বিভিন্ন শ্রেণিপেশার মানুষের উপস্থিতি ছিল লক্ষ্যণীয়।

