র্যাবের অভিযানে ছয় মামলার ওয়ারেন্টভুক্ত ডাকাত ও মলমপার্টি মামলার আসামী গ্রেপ্তার
শ্যামনগর প্রতিনিধি: সাতক্ষীরার সদর থানার সুপারিঘাটা এলাকা থেকে ছয়টি মামলার ওয়ারেন্টভুক্ত আসামী আব্দুর রহমান সরদার (৫৫)কে গ্রেপ্তার করেছে র্যাব। সোমবার দুপুরে র্যাব-৬ এর সিপিসি-১, সাতক্ষীরা ক্যাম্পের একটি চৌকস দল গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে আটক করে।
গ্রেপ্তারকৃত আব্দুর রহমান সরদার সাতক্ষীরা সদর উপজেলার ধুলিহার গ্রামের আখের আলী সরদারের ছেলে। তার বিরুদ্ধে চারটি ডাকাতি মামলা ও দু’টি মলমপার্টি ও চুরির মামলাসহ মোট ছয়টি মামলায় গ্রেপ্তারী পরোয়ানা থাকায় দীর্ঘদিন ধরে তিনি পলাতক ছিলেন।
র্যাব জানায়, অভিযানের সময় আব্দুর রহমান আত্মগোপনে থাকলেও র্যাবের গোয়েন্দা নজরদারি ও দক্ষতায় তাকে সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে ধরতে সক্ষম হয়। পরে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে গ্রেপ্তারকৃত ব্যক্তিকে সাতক্ষীরা সদর থানায় হস্তান্তর করা হয়েছে।
আইনশৃঙ্খলা রক্ষায় র্যাবের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে র্যাব-৬।

