অনলাইনইতিহাস ঐতিহ্যজীবনযাপনতালালিডসদরসাতক্ষীরা জেলা

সাতক্ষীরায় প্রথম নারী জেলা প্রশাসক হিসেবে যোগ দিলেন মিজ আফরোজা আখতার

গাজী হাবিব: সাতক্ষীরা জেলার ইতিহাসে সূচিত হলো নতুন অধ্যায়। জেলার প্রথম নারী জেলা প্রশাসক (ডিসি) হিসেবে দায়িত্ব পালন করতে সাতক্ষীরায় পৌঁছেছেন মিজ আফরোজা আখতার। সোমবার রাত সাড়ে ৮ টার দিকে তিনি সাতক্ষীরায় পৌঁছেন।

এর আগে তিনি ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তরের পাবনা জোনের জোনাল সেটেলমেন্ট কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করছিলেন। দীর্ঘদিনের অভিজ্ঞ এই প্রশাসক সদ্য বিদায়ী জেলা প্রশাসক মোস্তাক আহমেদের স্থলাভিষিক্ত হয়ে সাতক্ষীরার প্রশাসনিক নেতৃত্বের দায়িত্ব গ্রহণ করবেন।

সোমবার রাত সাড়ে ৮ টার দিকে তিনি সাতক্ষীরা সার্কিট হাউসে পৌঁছালে জেলা প্রশাসনের পক্ষ থেকে তাকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়। এসময় উপস্থিত ছিলেন সাতক্ষীরার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) বিষ্ণুপদ পাল, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) শেখ মঈনুল ইসলাম মঈন, অতিরিক্ত জেলা প্রশাসক (আইসিটি) রিপন বিশ্বাস, এনডিসি সাইফুল ইসলামসহ জেলা প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা। নতুন জেলা প্রশাসকের আগমনকে ঘিরে সার্কিট হাউস এলাকায় ছিল স্বাগতমুখর পরিবেশ।

পরে সার্কিট হাউজে এসে যোগ দেন সাতক্ষীরার পুলিশ সুপার মো. মনিরুজ্জামান মুনীরসহ জেলা পুলিশের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাবৃন্দ।

অনানুষ্ঠানিকভাবে যোগদানের পর নবাগত জেলা প্রশাসক মিজ আফরোজা আখতার জেলার সার্বিক প্রশাসনিক কার্যক্রম, উন্নয়ন প্রকল্প, আইন-শৃঙ্খলা পরিস্থিতি ও জনসেবা কার্যক্রমে গতি আনতে কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেন। তিনি বলেন, ইতোমধ্যে আমি জেনেছি সাতক্ষীরা একটি সম্ভাবনাময় জেলা। উন্নয়ন, সুশাসন, জনসেবার মানোন্নয়ন ও সরকারি সেবাকে আরও সহজলভ্য করতে সবার সহযোগিতা প্রয়োজন। আমি চাই- জনগণের আস্থা ও প্রত্যাশার জায়গা থেকে কাজ করতে। আপনাদের সহযোগীতা পেলে আমি সাতক্ষীরাকে নবরূপে গড়তে পারবো।

মঙ্গলবার (১৮ নভেম্ববর) আনুষ্ঠানিকভাবে যোগদানের পর থেকে তিনি জেলা প্রশাসকের কার্যালয়ে দাপ্তরিক কার্যক্রম শুরু করবেন বলে জানা গেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *