অনলাইনকালিগঞ্জসাতক্ষীরা জেলা

ভূমি সন্ত্রাসীদের হামলা-মামলা থেকে রক্ষা পেতে কালিগঞ্জে ব্যাতিক্রমি ‘গৃহ-মানববন্ধন’

বিশেষ প্রতিনিধি: ভূমি সন্ত্রাসীদের হামলা মামলা থেকে রক্ষা পেতে সাতক্ষীরায় মাওলানা মহিউদ্দিনের ব্যাতিক্রমি ও প্রতিবাদী এক ‘গৃহ-মানববন্ধন’ অনুষ্ঠিত হয়েছে।
মানববন্ধনের আয়োজন করে ভুক্তভোগী শিক্ষক মাওলানা মোহাম্মদ মহিউদ্দিন এই ব্যাতিক্রমি ও প্রতিবাদী এক ‘গৃহ-মানববন্ধন’ এর আয়োজন করে। সোমবার সকাল ৯টায় অনুষ্ঠিত এই আয়োজনে তার প্রতিবেশী ও আত্মীয়-স্বজনরা অংশগ্রহণ করে অসহায় এ পরিবারের প্রতি সংহতি জ্ঞাপন করে।

আয়োজনে বক্তব্য রাখেন, মাওলানা মহিউদ্দিন অভিযোগ করেন, তার ক্রয়সূত্রে পাওয়া ৮ কাঠা জমি অবৈধ উপায়ে দখল নিতে বেশ আগে থেকে নানান ফন্দি করে এলাকার চিহ্নিত ভূমিদস্যু-নারী নির্যাতন কারী মতিয়ার রহমান যিনি ভাটা মতি নামে অধিক পরিচিত। এরই ধারাবাহিকতায় গত ২৩ অক্টোবর তার ভিটে জমি দখলের জন্য অনেকজন ভূমি সন্ত্রাসী এসে বাড়ির নারীদের উপর নির্বিচারে মারপিট করে। এই নৃশংস হামলার ঘটনায় তারা কোন আইনী প্রতিকার পায়নি, হামলাকারীরা একজনও গ্রেপ্তার হয়নি। উপরোন্ত তাদের নামে উল্টো মিথ্যা মামলা প্রদান করেছে। এই অবস্থায় প্রতিকার পেতে তারা এই ব্যাতিক্রমি ও প্রতিবাদী এক ‘গৃহ-মানববন্ধন’ এর কর্মসূচি গ্রহণ করেছে। তাদের আর্থিক কোন সামার্থ্য না থাকায় তারা কালিগঞ্জ ও সাতক্ষীরায় এ কর্মসূচি করতে পারেনি বলে জানান তিনি। তিনি বলেন তারা গরীব বলে তারা কি আইনী প্রতিকার পাবে না। তারা কি বারবার মার খাবে। তাদের পাশে বিবেকবান মানুষদের থাকার জন্য তিনি আহবান জানান।

সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার দেয়া গ্রামে অনুষ্ঠিত ব্যাতিক্রমি ও প্রতিবাদী এক ‘গৃহ-মানববন্ধন’ কর্মসূচিতে বক্তব্য রাখেন, মাওলানা মোঃ মহিউদ্দিন মোড়ল , মোঃ আব্দুল করিম, মোহাম্মদ আব্দুল জলিল, মোঃ আব্দুল হামিদ, মোহাম্মদ শফিকুল ইসলাম, মোছাম্মদ মোমেনা বেগম, মোছাম্মৎ আফরোজা খাতুন, মোছাম্মৎ মাসুরা খাতুন ও মোছাম্মদ রহিমা খাতুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *