অনলাইনঅপরাধআইন আদালতসদরসাতক্ষীরা জেলা

সাতক্ষীরায় মিথ্যা সংবাদ প্রকাশের অভিযোগে রিমু’র বিরুদ্ধে মানহানী মামলা

স্টাফ রিপোর্টার: সাপ্তাহিক বর্তমান সাতক্ষীরা পত্রিকায় ধারাবাহিকভাবে মিথ্যা ও মানহানিকর সংবাদ প্রকাশের অভিযোগে পত্রিকাটির সম্পাদক ও প্রকাশক মো. রাজীব হাসান (রিমু) এবং নির্বাহী সম্পাদক মো. আবু হুরাইয়ার বিরুদ্ধে ১০ লাখ টাকা ক্ষতিপূরণ দাবিতে মানহানির মামলা করেছেন ঠিকাদার মো. শফিউর রহমান শফি।

মামলার আরজিতে বাদী উল্লেখ করেন, তিনি পানি উন্নয়ন বোর্ড, গণপূর্ত বিভাগ ও এলজিইডির নিবন্ধিত ১ম শ্রেণির ঠিকাদার এবং সি-অ্যান্ড-এফ লাইসেন্সধারী ব্যবসায়ী। পাশাপাশি বৈধ লাইসেন্স নিয়ে বহু বছর ধরে বালু ব্যবসা পরিচালনা করছেন।

সামাজিকভাবে তিনি ও তার পরিবার সম্মানিত এবং কখনো কোনো অসামাজিক বা রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ডে জড়িত ছিলেন না।

কিন্তু বর্তমান সাতক্ষীরা পত্রিকা গত ৫ অক্টোবর থেকে ২৬ অক্টোবর পর্যন্ত মোট চারটি সংখ্যায় তার বিরুদ্ধে ‘সরকার বিরোধী ষড়যন্ত্রে জড়িত’, ‘স্ত্রী হত্যাকাণ্ডে অভিযুক্ত’, ‘খাটাল ব্যবসায়ী’, ‘চোরাকারবারী’, ‘মানবপাচারকারী’, ‘চাঁদাবাজ’সহ বিভিন্ন ভিত্তিহীন, মনগড়া ও কুরুচিপূর্ণ তথ্য প্রকাশ করে।

বাদী দাবি করেন, এসব সংবাদ সম্পূর্ণ মিথ্যা এবং তার সামাজিক, পারিবারিক ও পেশাগত জীবনে প্রচণ্ড নেতিবাচক প্রভাব ফেলেছে। বিষয়টি জানার পর তিনি ৮ অক্টোবর বিভিন্ন স্থানীয় ও জাতীয় পত্রিকায় প্রতিবাদ পাঠান এবং ৯ অক্টোবর বিবাদীপক্ষকে লিগ্যাল নোটিশ পাঠান। তবুও পত্রিকাটি মানহানিকর সংবাদ প্রকাশ বন্ধ করেনি।

আরজিতে তিনি আরও উল্লেখ করেন, পানি উন্নয়ন বোর্ডের এক সাবেক দুর্নীতিবাজ নির্বাহী প্রকৌশলীর বিরুদ্ধে অভিযোগ তোলার জেরে ওই প্রকৌশলী ও বিবাদীপক্ষ একজোট হয়ে তার বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে। এতে ক্ষুব্ধ হয়ে শফিউর রহমান শফি তার বিরুদ্ধে মানহানীর মামলা দায়ের করেছেন।

বাদী পক্ষে মামলাটি পরিচালনা করছেন সিনিয়র আইনজীবী এড. শফিকুল ইসলাম খোকন।

উল্লেখ্য, ছাত্রলীগের নেতা পরিচয় দিয়ে সাবেক জেলা প্রশাসককে ম্যানেজ করে সাপ্তাহিক পত্রিকার অনুমোদন নেয়া রাজীব হাসান (রিমু) রাজনৈতিক প্রেক্ষাপট পরিবর্তনের পর নিজের ভোল পাল্টে পত্রিকার সম্পাদক বনে গিয়ে বিভিন্ন ব্যক্তি প্রতিষ্ঠানের নিকট থেকে লাখ লাখ টাকা চাঁদাবাজি করছে। কেউ টাকা দিতে অস্বীকার করলে তার বিরুদ্ধে মিথ্যা বানোয়াট মনগড়া নিউজ প্রকাশ করে চলেছে। এমনকি বিভিন্ন সমিতি থেকে লোন নিয়ে টাকা পরিশোধ না করার‌ও অভিযোগ রয়েছে রিমুর বিরুদ্ধে। ঋন প্রদানকারী প্রতিষ্ঠান টাকা চাওয়ায় উল্টো তাদের বিরুদ্ধে মিথ্যা সংবাদ প্রকাশ করছে। সাংবাদিক নামধারী এধরনের ব্যক্তিদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিতে দাবী জানিয়েছেন ভুক্তভোগীরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *