কলারোয়ায় জিআর বালিকা দাখিল মাদ্রাসায় সুধী ও মা সমাবেশ অনুষ্ঠিত
এস এম ফারুক হোসেন, কলারোয়া: কলারোয়ায় জিআর বালিকা দাখিল মাদ্রাসায় সুধী ও মা সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। রবিবার (১৬ নভেম্বর) সকাল ১১ টার দিকে মাদ্রাসা প্রাঙ্গনে ওই সমাবেশ অনুষ্ঠিত হয়। গয়ড়া জিআর বালিকা দাখিল মাদ্রাসার ম্যানেজিং কমিটির সভাপতি অধ্যক্ষ আশফাকুর রহমান বিপুর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন-উপজেলা নির্বাহী অফিসার জহুরুল ইসলাম।
বিশেষ অতিথি হিসাবে উপস্থিত থেকে বক্তব্য দেন-দুর্নীতি দমন কমিশনের পরিচালক ড.খান মিজানুর ইসলাম সেলিম, কলারোয়া আলিয়া মাদ্রাসার সাবেক অধ্যক্ষ মাওলানা আয়ুব আলী, চন্দনপুর ইউনিয়ন বিএনপির সভাপতি ফজলুল হক, যুগ্ম সাধারন সম্পাদক ইয়াছিন আলী, মহিষা আলেম মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা সাইফুর রহমান, চান্দুড়িয়া ইবতেদায়ী মাদ্রাসার সুপার মাওলানা আব্দুল্লাহ আল মামুন, শিক্ষক আনোয়ার হোসেন, শিক্ষক মফিজুল ইসলাম, শিক্ষক জামাল হোসেন, হাফেজ মহিউদ্দিন প্রমুখ।
সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেন-গয়ড়া জিআর বালিকা দাখিল মাদ্রাসার সুপার (ভারপ্রাপ্ত) মো:শাহাজান আলী।

