আইন আদালততালাসদরসাতক্ষীরা জেলা

সাতক্ষীরা জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত

গাজী হাবিব: সাতক্ষীরা জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (১৬ নভেম্বর) সকালে জেলা পুলিশ লাইন্সের ড্রিলসেডে আনুষ্ঠানিকভাবে শুরু হওয়া সভায় সভাপতিত্ব করেন সাতক্ষীরা জেলা পুলিশের অভিভাবক ও সুযোগ্য পুলিশ সুপার মোহাম্মদ মনিরুল ইসলাম।

সভা শুরুর আগে অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) শাহীনুর চৌধুরী গত মাসের কার্যবিবরণীর গৃহীত সিদ্ধান্তসমূহের বাস্তবায়ন অগ্রগতি উপস্থাপন করেন এবং চলতি মাসে বিভিন্ন পদমর্যাদার পুলিশ সদস্যদের আবেদন ও সমস্যাগুলো তুলে ধরেন।

পুলিশ সুপার মনিরুল ইসলাম পুলিশ সদস্যদের উপস্থাপিত বিষয়সমূহ মনোযোগ দিয়ে শোনেন এবং বেশিরভাগ সমস্যার তাৎক্ষণিক সমাধান প্রদান করেন। পাশাপাশি বাকি সমস্যাগুলোর দ্রুত নিষ্পত্তির আশ্বাস দেন তিনি।

তিনি পুলিশ সদস্যদের উদ্দেশ্যে বলেন, ‘সার্ভিস রুলস মেনে সর্বোচ্চ পেশাদারিত্ব, সততা ও মানবিকতার সঙ্গে দায়িত্ব পালন করতে হবে। জনগণের প্রতি উত্তম ব্যবহার এবং আইন-শৃঙ্খলা রক্ষায় নিষ্ঠা পুলিশের পরিচয়ের ভিত্তি।’

এ সময় তিনি মেসে উন্নতমানের খাবার সরবরাহ, ড্রেস রুলস মেনে চলা, ছুটি ও টিএ বিলে ন্যায়সংগত ব্যবস্থা গ্রহণ, স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধি, ব্যক্তিগত ও আবাসস্থলের পরিচ্ছন্নতা বজায় রাখা এবং বিদ্যুতের সঠিক ব্যবহারসহ বিভিন্ন কল্যাণমুখী নির্দেশনা প্রদান করেন।

সভায় অবসরপ্রাপ্ত কনস্টেবল (৩২২) আবু সাইদ খান-এর প্রতি সম্মাননা জানানো হয়। এছাড়া নির্দিষ্ট ক্যাটাগরিতে কৃতিত্বপূর্ণ ও সাহসী কাজের স্বীকৃতিস্বরূপ জেলা পুলিশের বিভিন্ন পদমর্যাদার সদস্যদের হাতে পুলিশ সুপার নগদ অর্থ ও ক্রেস্ট তুলে দেন।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন- অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) মিথুন সরকার, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) শাহীনুর চৌধুরী, অতিরিক্ত পুলিশ সুপার (কালিগঞ্জ সার্কেল) মোঃ রাজীব, সহকারী পুলিশ সুপার (তালা সার্কেল) শেখ মোহাম্মদ নূরুল্লাহ, সহকারী পুলিশ সুপার (দেবহাটা সার্কেল) বায়েজীদ ইসলাম, পুলিশ হাসপাতালের মেডিকেল অফিসার ডা. আবু হোসেন, সকল থানার অফিসার ইনচার্জ, ডিআইও–১, ওসি (ডিবি), টিআই (অ্যাডমিন) এবং জেলা পুলিশের সকল পদমর্যাদার সদস্যবৃন্দ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *