অনলাইনতালারাজনীতিসদরসাতক্ষীরা জেলা

সাতক্ষীরায় জাতীয় যুব শক্তির জেলা কমিটির পরিচিতি সভা ও সংবাদ সম্মেলন

স্টাফ রিপোর্টার: জাতীয় যুব শক্তি সাতক্ষীরা জেলা শাখার নবনির্বাচিত আহ্বায়ক কমিটির পরিচিতি সভা ও সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। রবিবার বেলা ১১টায় সাতক্ষীরা পাবলিক লাইব্রেরি মিলনায়তনে এ পরিচিতি সভা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে জেলা শাখার আহবায়ক এসএম আবু সাঈদের সভাপতিত্বে ও জুলাইয়ে আহত আবু হাসানের সঞ্চালনায় অতিথি ছিলেন, এনসিপি সাতক্ষীরা জেলা শাখার প্রধান সমন্বয়কারী মোঃ কামরুজ্জামান বুলু, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন সাতক্ষীরা জেলা শাখার আহ্বায়ক আরাফাত হোসাইন, এনসিপি জেলা শাখার যুগ্ম সমন্বয়কারী শেখ আহসান উল্লাহ, সদস্য সিএম নাজমুল ইসলাম, জাতীয় ছাত্রশক্তির মোঃ মুজাহিদুল ইসলাম, জাতীয় যুব শক্তি জেলা শাখার সদস্য সচিব মামুনুর রহমান আকাশ, সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোঃ জালাল হোসেন প্রমুখ।

বক্তারা বলেন, এনসিপি বাংলাদেশে একটি সুসংগঠিত ও অগ্রগতিমুখী রাজনৈতিক শক্তি, যারা দেশের উন্নয়ন, গণতান্ত্রিক বিকাশ এবং জনগণের কল্যাণে কাজ করছে। তরুণ প্রজন্মকে সঠিক নেতৃত্ব ও রাজনৈতিক চেতনায় উদ্বুদ্ধ করতে জাতীয় যুব শক্তির ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।

বক্তারা আরও বলেন- বর্তমান বৈশ্বিক বাস্তবতায় দক্ষতা, প্রযুক্তি জ্ঞান ও নৈতিকতায় সক্ষম তরুণদের নেতৃত্ব ছাড়া দেশ এগোতে পারে না। তরুণদের হাতে দেশের ভবিষ্যৎ। তাদের সৃজনশীলতা, শক্তি ও সময়কে ইতিবাচক কাজে ব্যবহারের মধ্য দিয়েই আধুনিক বাংলাদেশ গড়ে উঠবে। জাতীয় যুব শক্তি শুধু রাজনৈতিক কর্মকাণ্ডেই সীমাবদ্ধ থাকবে না; সমাজসেবা, মানবিক কার্যক্রম ও নেতৃত্ব প্রশিক্ষণেও বড় অবদান রাখবে। অবস্থানগত রাজনীতির পরিবর্তে মূল্যবোধ, শৃঙ্খলা ও গণতান্ত্রিক অংশগ্রহণ- এই তিনটি বিষয়কে সামনে রেখে যুব সমাজকে সংগঠিত করতে হবে। এনসিপি আগামী জাতীয় নির্বাচনে তরুণদের রাজনৈতিক অংশগ্রহণকে সর্বোচ্চ গুরুত্ব দেবে।

বক্তারা বলেন, সাতক্ষীরা জেলায় নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। অচিরেই সকল উপজেলা ও ইউনিয়নে সাংগঠনিক কাঠামো গড়ে তোলা হবে, যাতে গ্রাম পর্যায় পর্যন্ত দলীয় কার্যক্রম সুসংগঠিত হয়। তরুণদের রাজনৈতিক সচেতনতা বৃদ্ধি, সামাজিক অসাম্য দূরীকরণ, মাদকবিরোধী আন্দোলন, পরিবেশ রক্ষা এবং উন্নয়নমূলক কর্মকাণ্ডে যুব শক্তিকে অগ্রণী ভূমিকা পালন করতে হবে।

পরিচিতি সভায় উপস্থিত ছিলেন- জেলা সংগঠনের সিনিয়র যুগ্ম আহ্বায়ক জালাল হোসেন, যুগ্ম সদস্য সচিব সাকিবুর রহমান, শাহরিয়ার আল মুজাহিদ, সাদিকুজ্জামান, মুনমুনসহ জাতীয় যুব শক্তির বিভিন্ন পর্যায়ের শতাধিক নেতা-কর্মী।

এ ছাড়া জেলার বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদের উপস্থিতিতে অনুষ্ঠান আরও প্রাণবন্ত হয়ে ওঠে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *