আশাশুনি ও দেবহাটায় জুলাইয়ে আহত ও শহীদ পরিবারের সাথে এনসিপি নেতৃবৃন্দের সাক্ষাৎ
স্টাফ রিপোর্টার: জাতীয় নাগরিক পার্টি এনসিপি’র নিবন্ধন ও শাপলা কলি প্রতীক প্রাপ্তি উপলক্ষে আশাশুনি ও দেবহাটায় জুলাই অভ্যুত্থানে আহত ও শহীদ পরিবারের সদস্যদের সাথে সাক্ষাৎ ও আনন্দ উদযাপন করেছে সাতক্ষীরা জেলা এনসিপি নেতৃবৃন্দ।
এ উপলক্ষ্যে শনিবার (১৫ নভেম্বর) জেলার আশাশুনি উপজেলার প্রতাপনগর ইউনিয়নের তালতলা বাজারে জুলাই অভ্যুত্থানে আহত ও শহীদ পরিবারকে বিভিন্ন উপহার প্রদান ও কবর জিয়ারত করেন এনসিপির নেতৃবৃন্দ।
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সাতক্ষীরা জেলার প্রধান সমন্বয়ক মোঃ কামরুজ্জামান বুলু’র সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন জেলা সমন্বয় কমিটির যুগ্ম সমন্বয়ক শেখ আহসানউল্লাহ, সদস্য সি এম নাজমুল ইসলাম, এনসিপি প্রতিনিধি শেখ আব্দুল্লাহ, শেখ আল ইমরান, আব্দুস সবুর, পলাশ হোসেন, রফিকুল ইসলাম, জাতীয় ছাত্র শক্তির সাতক্ষীরা জেলার মুজাহিদুল ইসলাম, বখতিয়ার হোসেন, রাদিত হাসান, আলামিন ইসলাম, ওহিদুজ্জামান, তাজিম হোসেন, এম. এম. মেমিনুর রহমান, আফজাল হোসেন লিটন, আবু সাইদ, হাবিবুর রহমান, মুনিয়া আক্তার, মো: রেকছোনা পারভীন রত্নাসহ জেলা ও উপজেলার বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
পরবর্তীতে বিকাল ৩ টায় দেবহাটা উপজেলার শহীদ আসিফের কবর জিয়ারত ও পরিবারের সঙ্গে বিভিন্ন উপহার সামগ্রী প্রদানের মাধ্যমে আনন্দ উদযাপন করেন নেতৃবৃন্দ।

