কলারোয়াখেলাধূলাসদরসাতক্ষীরা জেলা

কলারোয়ায় ১৬ দলীয় আন্তঃইউনিয়ন ব্যাডমিন্টন টুর্নামেন্টের উদ্বোধন

মেহেদী সোহাগ, কলারোয়া: তারুণ্যের উৎসব–২০২৫ (২য় পর্ব) উপলক্ষে “এসো দেশ বদলাই, পৃথিবী বদলায়” প্রতিপাদ্যে কলারোয়া উপজেলা প্রশাসন ও উপজেলা ক্রীড়া সংস্থার যৌথ আয়োজনে ১৬ দলীয় আন্তঃইউনিয়ন ব্যাডমিন্টন টুর্নামেন্টের উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। শনিবার রাতে কলারোয়া ফুটবল মাঠের ব্যাডমিন্টন কোর্টে বর্ণিল আয়োজনের মধ্য দিয়ে টুর্নামেন্টের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পৌর প্রশাসক মোঃ জহুরুল ইসলাম।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শেখ আমানুল্লাহ ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোঃ রেজাউল ইসলাম, কলারোয়া পৌরসভার প্রশাসনিক কর্মকর্তা মোঃ আরিফ হোসেন, সোনালী ব্যাংকের এজিএম শেখ সালাউদ্দিন চঞ্চল।

এছাড়া আরও উপস্থিত ছিলেন ফ্রেন্ডস স্পোর্টিং ক্লাবের সাধারণ সম্পাদক মীর রফিকুল ইসলাম মীর, যুগ্ম সম্পাদক মোঃ রমজান আহমেদ, ক্রীড়া সম্পাদক মোঃ রেজাউল করিম লাবলু, ফুটবল কোচ সাঈদ আলী, মাসউদুল ইসলাম মাসুদ, গণমৈত্রী পরিচালক মোঃ মেহেদী হাসান, ঠিকাদার মজুমদার পলাশ, মোঃ শফিউল আযম, অ্যাডভোকেট কাজী আব্দুল্লাহ হাবিব, প্রধান শিক্ষক ও সাংবাদিক শেখ রাশেদুল হাসান কামরুল, সাংবাদিক শেখ জুলফিকারুজ্জামান জিল্লু, এম.এ. সাজেদ সহ অন্যান্য গণ্যমান্য ব্যক্তি।

খেলা উপভোগ করতে মাঠে উপস্থিত ছিলেন বিপুল সংখ্যক দর্শক। টুর্নামেন্টের খেলা পরিচালনা করেন খান বিল্লাল, সাইফুল ইসলাম, ইকরাম হোসেন ও রাসেল হোসেন। ধারাভাষ্য দেন শিক্ষক শেখ শাহাজাহান আলী শাহিন ও সাজেদুল করিম তপু।

উদ্বোধনী দিনে উৎসবমুখর পরিবেশে খেলোয়াড়দের অংশগ্রহণ ও দর্শকদের উপস্থিতিতে ব্যাডমিন্টন কোর্ট মুখরিত হয়ে ওঠে। আয়োজকরা জানান, তরুণ প্রজন্মকে ক্রীড়ামুখী করা ও সুস্থ বিনোদনের মাধ্যমে সমাজে ইতিবাচক পরিবর্তন আনতেই এই ব্যাডমিন্টন টুর্নামেন্টের আয়োজন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *