কালিগঞ্জে পলিথিন ও প্লাস্টিক দূষণ প্রতিরোধে ব্যবসায়ীদের অংশগ্রহণে কর্মশালা
মাসুদ পারভেজ, কালিগঞ্জ: সুন্দরবনের সুরক্ষা ও পরিবেশবান্ধব সমাজ গঠনের লক্ষ্যে পলিথিন ও প্লাস্টিক দূষণ প্রতিরোধে করণীয় শীর্ষক এক বিশেষ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১৫ নভেম্বর) সকাল ১১টায় উপজেলার অফিসার্স ক্লাব মিলনায়তনে পরিবেশ সচেতনতামূলক এ কর্মশালার আয়োজন করে রূপান্তর। অনুষ্ঠানে রূপান্তরের জেলা সমন্বয়কারী গোলাম কিবরিয়া’র সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার অনুজা মন্ডল।
তিনি বলেন,পলিথিন ও প্লাস্টিক আমাদের জীববৈচিত্র্য এবং স্বাস্থ্যঝুঁকির বড় হুমকি ব্যবসায়ীদের সক্রিয় অংশগ্রহণ ছাড়া এ দূষণ রোধ সম্ভব নয়। সবার সম্মিলিত প্রচেষ্টায়ই সম্ভব পরিবেশকে রক্ষা করা।অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন ট্রেনার খালিদ লামি, কালিগঞ্জ প্রেসক্লাবের যুগ্ম-সাধারণ সম্পাদক এম হাফিজুর রহমান শিমুল, সাংবাদিক আহমাদুল্লাহ বাচ্চু,উপজেলা রূপান্তরের সভাপতি রফিকুল ইসলাম, সাধারণ সম্পাদক মারুফ হোসেন, কোষাধাগ্য শরিফুজ্জামান,শিক্ষা বিষয়ক সম্পাদক শিরিনা আক্তার, মিডিয়া সম্পাদক শাহাদাত হোসেন,তারালি বাজার কমিটির সভাপতি আরশাদ আলী সরদার, বক্তারা বলেন,“আইন মানার পাশাপাশি আমাদের নৈতিক দায়িত্ব হচ্ছে পরিবেশের ক্ষতি না করা। সচেতনতা ও দায়িত্বশীলতা পরিবেশ রক্ষায় মূল চাবিকাঠি।
কর্মশালায় উপজেলার বিভিন্ন বাজার থেকে আগত ৩০ জন মুদি ব্যবসায়ী অংশগ্রহণ করেন।অংশগ্রহণকারী ব্যবসায়ীদের মাঝে পরিবেশবান্ধব ব্যাগ বিতরণ করা হয় এবং পলিথিন বর্জনের অঙ্গীকার গ্রহণ করেন।

