অনলাইনকালিগঞ্জশিক্ষাঙ্গনসাতক্ষীরা জেলা

কালিগঞ্জের প্রত্যয় আইডিয়াল স্কুলে অভিভাবক সমাবেশ

মাসুদ পারভেজ, কালিগঞ্জ: সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার শীতলপুরে অবস্থিত প্রত্যয় আইডিয়াল স্কুলে উৎসবমুখর পরিবেশে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শিক্ষা, শৃঙ্খলা ও স্বপ্নগঠনের লক্ষ্যকে সামনে রেখে অভিভাবক শিক্ষকের এই মিলনমেলা প্রতিষ্ঠানটিকে আরও একধাপ এগিয়ে নিল।

শনিবার (১৫ নভেম্বর) সকালে স্কুল প্রাঙ্গণে অনুষ্ঠিত এ সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা অনুজা মণ্ডল।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন স্কুল কমিটির সভাপতি রফিকুল ইসলাম, শুভেচ্ছা বক্তব্য রাখেন স্কুলের প্রধান শিক্ষক হাবিবুর রহমান এবং সার্বিক সঞ্চালনা করেন সহকারী প্রধান শিক্ষক আলমগীর কবির। প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা অনুজা মণ্ডল বলেন শিক্ষা জাতির মেরুদণ্ড। ২০১৩ সাল থেকে হাটি হাটি পা পা করে নানা বাধা অতিক্রম করে প্রত্যয় আইডিয়াল স্কুল আজ উপজেলার অন্যতম স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠানে পরিণত হয়েছে। শিক্ষকরা কখনো মিথ্যা বলেন না, স্বার্থান্বেষী হন না, তারা জাতির বিবেক, সমাজের গুরু। এই সম্মান ধরে রাখার আহ্বান জানাই সবার প্রতি। এমন একটি গুণগতমানের প্রতিষ্ঠানে এসে আমি নিজেকে ধন্য মনে করছি। শিশুদের ভবিষ্যৎ গড়তে যারা অক্লান্ত পরিশ্রম করছেন, সেই সব শিক্ষক-শিক্ষিকাদের আন্তরিক অভিনন্দন।

তিনি আরও বলেন, অভিভাবক এবং শিক্ষকদের যৌথ প্রচেষ্টায় প্রত্যয় আইডিয়াল স্কুল আরও অনেক দূর এগিয়ে যাবে। অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন প্রত্যয় এর নির্বাহী পরিচালক সিরাজুল ইসলাম, বিশিষ্ট ব্যবসায়ী আবু তাহের,বিশিষ্ট ব্যবসায়ী আসাদুজ্জামান সেলিম, একাডেমিক প্রধান সহঃ অধ্যাপক মহসিন আলী, প্রত্যয় গ্রুপের ভাইস চেয়ারম্যান রফিকুল ইসলাম,
প্রত্যয় গ্রুপের চেয়ারম্যান মোঃ আজগার আলী, ডিএমডি মেখ নাজমুল হুদা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সাংবাদিক সমিতির সভাপতি শেখ আনোয়ার হোসেন, প্রভাষক তাহমিনা পারভীন, ইসলামী ব্যাংকের বিভাগের জুনিয়র অফিসার ফারুক হোসেন প্রমুখ।

অনুষ্ঠানের শুরুতেই তিন ভাষায় পবিত্র কোরআন তেলাওয়াত করেন আরবিতে জান্নাতুল মাওয়া, বাংলায় তাসকিয়া, ইংরেজিতে আতিকুর রহমান। অনুষ্ঠানের সমাপনী বক্তব্য রাখেন প্রত্যয় আইডিয়াল স্কুলের সভাপতি মোঃ রফিকুল ইসলাম।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *