অনলাইনতালাসাতক্ষীরা জেলা

তালায় সিভিল সোসাইটি কমিটির ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত

সেকেন্দার আবু জাফর বাবু, তালা: সাতক্ষীরার তালায় সিভিল সোসাইটি হাব কমিটির ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৫ নভেম্বর ২০২৫) এই আয়োজন করে ভূমিজ ফাউন্ডেশন, উন্নয়ন সংস্থা একশনএইড বাংলাদেশ-এর সহযোগিতায় ভূমিজ ফাউন্ডেশনের হল রুমে ।

স্বাগত বক্তব্য রাখেন ভূমিজ ফাউন্ডেশন-এর নির্বাহী প্রধান অচিন্ত্য সাহা। পল্লী চেতনার পরিচালক আনিচুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠান পরিচালনা করেন সুশীল প্রকল্পের জেলা সমন্বয়কারী দে অঞ্জন কুমার , এছাড়া উপস্থিত ছিলেন সিডোর পরিচালক শ্যামল বিশ্বাস, রূপালী’র পরিচালক শফিকুল ইসলাম ও সদস্য জুলফিকার রায়হান, অন্ত্যজ পরিষদ-এর সভাপতি সরস্বতী দাস ও সম্পাদক ইমদাদুল হক, নারী অন্ত্যজ পরিষদ-এর সভানেত্রী সোমা সরকার, আইডিয়াল থেকে সুব্রত বাছাড় ও জসিম উদ্দিন, নারী উন্নয়ন সংস্থা-এর সভানেত্রী নারগিস বেগম, তালা প্রেসক্লাব সাবেক সাধারণ সম্পাদক সেলিম হায়দার ও প্রচার সম্পাদক সেকেন্দার আবু জাফর বাবু, আমরাবন্ধু ফাউন্ডেশন থেকে প্রান্ত ও অর্ঘ, আরও অনেকে।

এই প্রকল্প ৯টি জেলায় সুশীল সাপোর্টিং এন্ড সাসটেইনেবল অব সিভিল সোসাইটি অর্গানাইজেশনস (সিএসওস) “টু আপহোল্ড হিউম্যান রাইটস, ন্যাশনাল ইন্টিগ্রিটি, এন্ড রুল অব ল ইন বাংলাদেশ” প্রকল্প বাস্তবায়ন করছে। এই প্রকল্পে তালাতে একটি এ্যাডভোকেসি সভা করার সিদ্ধান্ত গৃহীত হয়। কর্মশালায় ব্যক্তিগত ও প্রাতিষ্ঠানিক পর্যায়ে সমস্যা চিহ্নিতকরণ এবং প্রতিবন্ধকতা নিরসনের পরিকল্পনা গ্রহণেও গুরুত্ব দেওয়া হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *